৭৪ বছর পর শিল্ড ফাইনালে জর্জ

0
69

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

club | newsfront.co

নিজেদের একশো বছরে ভারতীয় ফুটবলে ইতিহাসের সামনে দাঁড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান জর্জ টেলিগ্রাফ। ৭৪ বছর পরে তারা আইএফএ শিল্ডের ফাইনালে উঠলো বুধবার কল‍্যাণী স্টেডিয়ামে আইএফএ শিল্ডের সেমিফাইনালে ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল জর্জটেলিগ্রাফ। প্রথমে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নেয় রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। জর্জের হয়ে গোল দুটি করেন সাদ্দাম হোসেন মন্ডল ও স্ট‍্যানলি ইজে। ইউনাইটেডের গোলদাতা বাসুদেব মান্ডি।

আরও পড়ুনঃ চিন্তা বাড়ল অজি শিবিরে এবার চোটের জন্য প্রথম টেস্টে অনিশ্চিত স্মিথ

footballers | newsfront.co

george telegraph sports club | newsfront.co

আরও পড়ুনঃ কোটলা জেটলির নাম হওয়ার পরে এবার বসবে তার মূর্তি

১৯৪৬ সালে শিল্ডের ফাইনালে উঠেছিল জর্জ টেলিগ্রাফ ও মোহনবাগান। কিন্তু সেই সময় দাঙ্গা শুরু হওয়ায় সেই বছর শিল্ডের ফাইনাল ম‍্যাচ করা যায়নি। জর্জের অন্যতম কর্তাঅধিরাজ দত্ত জানান, “সিনিয়রদের কাছে শুনেছি,দাঙ্গার জন‍্য সেই বছর শিল্ডের ফাইনাল ম‍্যাচ করা যায়নি ঠিকই, কিন্তু যুগ্মভাবে মোহনবাগান, জর্জকে চ‍্যাম্পিয়নও ঘোষণা করা হয়নি। আর একবার ফাইনালে পৌঁছলাম। চ‍্যাম্পিয়ন হতে পারলে ইতিহাস হবে। ছেলেদের বলবো মন খোলা রেখে ফুটবল খেলার কথা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here