অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
তিনি একাধারে বাংলার কোচ আবার জর্জ টেলিগ্রাফেরও। গত কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে হারিয়ে অনায়াসে বলে দিতে পারেন এই লাল হলুদ দলকে নিয়ে বেশি স্বপ্ন না দেখাই ভালো।
সেটাই হল গত আই লিগে ব্যর্থ ইস্টবেঙ্গল। এবার আসন্ন আইএফএ শিল্ডে সেই রঞ্জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে মধ্যমগ্রামে প্রস্তুতি সারছে জর্জ টেলিগ্রাফ দল। অনুশীলনে বেশ কড়া ট্রেনিংয়েই দেখা গেল রঞ্জনের ছেলেদের।
আইএফএ শিল্ডের গ্রুপ ড্রয়ে, সি-গ্রুপে সার্দান সমিতি এবং ইন্ডিয়ান অ্যারোজের সাথেই জায়গা পেয়েছে রঞ্জনের জর্জ টেলিগ্রাফ। প্রতিপক্ষ কঠিন না হলেও রঞ্জন কিন্তু হালকাভাবে নিচ্ছেন না। ৯ ডিসেম্বর শিল্ডের প্রথম ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে শিল্ড অভিযান শুরু করবে জর্জ। আর ১২ ডিসেম্বর সার্দান সমিতির বিরুদ্ধে খেলা।
আরও পড়ুনঃ ঈশ্বরনের পরে এবার আরও বাংলার তিন ক্রিকেটার করোনার কোপে
জর্জের অনুশীলনেও দেখা গেল একই ছবি। কড়া ট্রেনিংয়ের পর, কোচ রঞ্জন ভট্টাচার্যকে বারবারই ফুটবলারদের আলাদা আলাদা করে ডেকে তাঁদের সমস্যার কথা খুলে বলার জন্য অনুরোধ করতে দেখা যায়। ফুটবলারদেরও দীর্ঘক্ষণ কোচের সাথে আলোচনা করতে দেখা যায়। পরে দুই বিদেশী স্ট্যানলি এবং ইচেকে একই দলে রেখে অনুশীলন ম্যাচও খেলান রঞ্জন।
আরও পড়ুনঃ বিদ্যুতের বিল মেটাতে গয়না বন্দক দিচ্ছে ধারাভির বাসিন্দারা
রঞ্জন জানিয়েছেন,”জর্জ টেলিগ্রাফ খুব ভালো দল। দলের প্রতিটা ফুটবলার শিল্ড জয়ের জন্য মরিয়া। আমরা কিন্তু শেষ বছর কলকাতা লিগে শুরুটা বেশ ভালো করেছিলাম কিন্তু শেষের দিকে বেশ কয়েকটা ম্যাচ খারাপ খেলে লিগ জিততে পারিনি তাই ছেলেদের বলেছি ডু ওর ডাই হিসেবে মাঠে নামতে আমাদের যা দল আমরা যে কাউকেই হারাতে পারি। আর আমরাই বোধহয় এমন দল যাদের দলের বেশিরভাগ ফুটবলার অনেক দিন ধরে এক সাথেই খেলছে। সত্যি বলতে কি অ্যারোজ খুব ভালো দল তরুণ আই লিগে খেলা আর সার্দান সমিতিও কলকাতার ভালো দল আশা করি ভালো ফুটবল হবে।“
এই জর্জ দলের কর্ণধার আবার আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত তাই ইস্ট-মোহন না থাকলেও লড়াইটা যে ভালোই জমবে সেটা বলাই যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584