সিএএ-র বিরোধিতা করায় দেশে ফিরতে হচ্ছে জার্মান পড়ুয়াকে

0
30

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সিএএ-র বিরোধিতায় অংশগ্রহণকারী যে কোনও বিক্ষোভকারী বা আন্দোলনকারীর বিরুদ্ধেই প্রশাসন শক্ত হাতে নির্মম সিদ্ধান্ত নিচ্ছে– এ নিয়ে কোনও দ্বিমত নেই। সমাজকর্মী, রাজনীতিবিদ, ইতিহাসবিদ, শিক্ষার্থী কাউকেই ছাড়েনি তারা।

germana student leave india after attend caa protest | newsfront.co
জ্যাকব লিন্ডেথাল। চিত্র সৌজন্যঃ এশিয়া টাইমস

এবার আইআইটি মাদ্রাজের এক জার্মান ছাত্র সিএএ-র বিরোধিতা করায় তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল। তবে কেন্দ্র সরকার নাকি কলেজ কর্তৃপক্ষ কার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, জ্যাকব লিন্ডেথাল(২৪) আইআইটি মাদ্রাজে এক্সজেঞ্জ স্টুডেন্টশিপে পড়তে এসেছিল। চেন্নাই-সহ অন্যান্য অঞ্চলে হওয়া সিএএ-র বিরোধিতায় অংশ নেয় ওই স্নাতকোত্তর জার্মান পড়ুয়া। বেশ কিছুদিন ধরেই তাঁকে একাধিক বিক্ষোভে প্ল্যাকার্ড হাতে সামিল হতে দেখা দিয়েছে। সোমবার তাঁকে আমস্টারডামে পাঠানো হয়।

আরও পড়ুনঃ ৩০ কেজি গাঁজা উদ্ধারে চাঞ্চল্য আইআইটি চত্বরে

ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, চেন্নাইয়ে বিদেশি নাম নথিভুক্তকরণের স্থানীয় দফতর থেকে তাঁকে দেশ ছাড়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে জানানো হয়েছে তাঁর বিক্ষোভে অংশ নেওয়া ভিসার শর্তাবলীর বিপ্রতীপে দাঁড়িয়ে। তাই তাঁকে দেশ ছাড়তেই হবে।

এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, ভারত সারা বিশ্বে শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত। কোনও গণতন্ত্রই বাক স্বাধীনতাকে শাস্তি দেয় না।

এ ব্যাপারে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here