সুদীপ পাল,বর্ধমানঃ
নিজেকে পরিচয় দিয়েছিল সিআরপিএফের জাওয়ান হিসাবে।কাশ্মীরের পুলওয়ামায় কর্মরত সে। সেদিন বিস্ফোরণ হওয়া দু’টি গাড়ির আগেই সে ছিল। আসানসোল জেলা হাসপাতালে এসে বাঁকুড়ার সোনামুখীর সেই যুবকের নাম জয় গঙ্গোপাধ্যায়।কিন্তু কথার অসংলগ্নতা ধরে জানা গেল পুরোটাই ভুয়ো।নিজেকে সেনাবাহিনীর জওয়ান পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা আদায় করছিল সে।
জানা যায় তার স্ত্রী আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন সেকারণে হাসপাতালে এসে নিজেকে সেনা জওয়ান পরিচয় দিয়ে বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা করে।সে জানায় ১৫দিনের ছুটির পরেই আবার কাশ্মীরে ফিরে যেতে হবে।
আরও পড়ুনঃ ড.মাণিকলাল দাস ফাউন্ডেশনের উদ্যোগে নিহত সিআরপিএফ জওয়ানের স্মরণ
এই কথা শুনে হাসপাতাল চত্বরেই তার নামে জয়ধ্বনি ওঠে।কিন্তু অনেকেই তার বয়ানে অসংগতি লক্ষ্য করে পুলিশকে জানায়। আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাকে থানায় নিয়ে যায়।প্রতারকের মা মঞ্জু গঙ্গোপাধ্যায় বলেন,ছেলে সিআরপিএফে চাকরি করে বলে জানি না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584