হেলমেট পরিধানকারী বাইক আরোহীদের গোলাপ উপহার পূর্বস্থলীতে

0
95

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ পূর্বস্থলী থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয়। এদিন পূর্বস্থলী থানার উদ্যোগে কুমির পাড়া যুব সমাজ ক্লাবের ব্যবস্থাপনায় এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির নেতৃত্বে ছিলেন থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সোমনাথ দে সহ অনেকে।
ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সোমনাথ দে জানিয়েছেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণের ফলে আজ সমগ্র রাজ্য জুড়ে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা যেমন কমেছে তেমনি যানবাহন চালকরা বিশেষ করে বাইক আরোহীরা অনেকাংশেই হেলমেট ব্যবহার করছেন এবং যানবাহন চালনার ক্ষেত্রে সচেতন হয়েছেন।
এদিন পূর্বস্থলী থানার সমস্ত জনবহুল এলাকা এবং সড়কে এই কর্মসূচি পালন করা হয়। হেলমেট পরিধানকারী প্রত্যেক বাইক আরোহীকে এদিন গোলাপ ফুল দিয়ে সম্মান জানানো হয় এবং সচেতনতা মুলক বক্তব্য রাখেন ক্লাবের কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক।

নিজস্ব চিত্র

পুলিশ আধিকারিক সোমনাথ দে জানিয়েছেন যে আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণের পর থেকে দেখেছি এই এলাকায় যত দুর্ঘটনা ঘটেছে দু’একটি ঘটনা ছাড়া অধিকাংশ ঘটনায় হেলমেট থাকার কারণে প্রাণে বেঁচে গেছেন অনেকেই,সেই সাথে গাড়ি চলানোর ক্ষেত্রে অনেকেই সচেতন হয়েছেন এবং ট্রাফিক নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছেন এটা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সুফল বলে মনে করছেন সকলেই। শুধু বাইক আরোহীরা নয় বাস চালকদের ও সচেতন করা হয়েছে সেই সাথে যারা বাসের ছাদে লোক তোলেন তাদের কাছে অনুরোধ রাখা হয়েছে কোনোভাবেই বাসের ছাদে যাতে লোক না তোলে। ট্রাফিক নিয়ম মেনে সকলকে রাস্তাতে গাড়ি চালাতে হবে। এই অভিযান ধারাবাহিকভাবে পূর্বস্থলী থানা এলাকায় চলবে বলে জানিয়ে দিয়েছেন পুলিশ আধিকারিক সোমনাথ দে। এদিন কুমির পাড়া থেকে পলাশপুলী সহ কালনা কাটোয়া রোড হয়ে পূর্বস্থলী থানা পর্যন্ত এক পদযাত্রা সংঘটিত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here