ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দেশের নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) হলেন গিরিশ চন্দ্র মুর্মু। তিনি রাজীব মহর্ষির স্থলাভিষিক্ত হলেন।
রাজীব মহর্ষির বয়স ৬৫ বছর হয়ে যাওয়ায় তাঁকে নিয়ম অনুযায়ী এ পদ ছাড়তে হয়। আবার, সাংবিধানিক নিয়ম অনুযায়ী ক্যাগ পদ কখনই খালি রাখা যায়না। তাই রাজীব মহর্ষির স্থলাভিষিক্ত হলেন তিনি। কেন্দ্র সরকারের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়।
সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তির দিন গতকালই জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন গিরিশ চন্দ্র মুর্মু।তখন থেকেই জল্পনা ছিল জোর যে তিনি দেশের পরবর্তী ক্যাগ হতে চলেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই ১৯৮৫ ব্যাচের গুজরাট ক্যাডারের এই আইএএস অফিসারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।পরে মোদি প্রধানমন্ত্রী হলে গিরিশ চন্দ্র কেন্দ্রীয় অর্থমন্ত্রকের যুগ্ম সচিব হিসাবে নিযুক্ত হন। গত বছর তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাঁকে জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল নিযুক্ত করে মোদি সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584