সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
ব্যাঙ্কে যাবে বলে বের হয়ে নিখোঁজ হলো ছাত্রী।খোঁজ মিলল না আট দিন পরেও। মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করল ছাত্রীর পরিবার।
এখন অধরা অভিযুক্তেরা।পরিবারের লোকজনেদের অভিযোগ যে বিদেশে পাচার করা হয়েছে ছাত্রীকে।অভিযুক্তদের শাস্তির দাবিতে সোচ্চার গ্রামের মানুষজন।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার চণ্ডীগড় মাল পাড়ার ঘটনা।এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা যায় ওই ছাত্রী স্কুলের টাকা তুলতে যায় মহেশতলা থানার চিংড়ি পোতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।
অন্যান্য সময়ে বেশ কয়েক বার সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে টাকা তুলে আনে ঠিকই, তেমনি গত সোমবার সকাল ১০ টা নাগাদ ব্যাঙ্কে যাবে বলে বাড়ি থেকে বের হয় ,কিন্তু আর বাড়িতে ফিরে আসেনি সদ্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রী সুনিতা মাল(১৭)।
রাজারামপুর গার্লস স্কুলের ছাত্রী ছিল সুনিতা মাল।সুনিতার বাবা বলরাম মালের আর্থিক অসচ্ছলতার কারণে কলেজে ভর্তি করতে পারেনি মেয়েকে।সেই জন্য সুনিতা বাড়িতে থাকতো এবং পরিবারের লোকজন জানায় যে সুনিতা ফোন ব্যবহার করতো না একটি ফোন সেটা সুনিতার বাবা ব্যবহার করে।
গত সোমবার যখন বেলা গড়িয়ে দুপুর হয়ে যায় পরিবারের লোকজন সুনিতার বান্ধবীদের বাড়ি ও বিভিন্ন আত্মীয়দের বাড়িতে খোঁজ খবর করতে থাকে বেলা গড়িয়ে রাত হয়ে যায় পরিবারের লোকজন তখন থেকে চিন্তায় মূর্চ্ছা যায় এবং হতাশাগ্রস্থ হয়ে পড়ে।
কোন জায়গা খোঁজ খবর না পেয়ে মহেশতলা থানার দ্বারস্থ হয় পরিবারের লোকজন।মহেশতলা থানার কালিতলা ফাঁড়িতে মিসিং ডায়েরি করা হয়।তারপর মঙ্গলবার প্রতিবেশীদের ও কিছু মানুষ জন বলতে থাকে নাকি যে সংশ্লিষ্ট গ্রামের নব কুমার দলুই,গুনধর দলুই ও সঞ্জয় দলুই নামে তিনজন ব্যাঙ্কে যাওয়ার পথে সুনিতাকে তুলে নিয়ে চলে যায়।
কোথায় নিয়ে যায় কিসে করে নিয়ে যায় কেউ যানে না।তবে সুনিতার বাবা বলরাম ও প্রতিবেশীরা জানান যে অভিযুক্ত নব কুমার দলুইয়ের(৪৯) এক ভাইপো এসে সুনিতার পরিবারের লোকজনেদের কাছে বলে যে,তার কাকা তুলে নিয়ে গেছে এবং তারপর থেকে সুনিতাদের বাড়িতে জানিয়ে যাওয়া ব্যক্তি সে আর এখানে থাকে না তার শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে।
পরিবারের লোকজন এই খবর পেয়ে মহেশতলা থানায় এই ৩জন ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেন মহেশতলা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে এফআইআর করে।সুনিতার বাবা বলরাম প্রশাসনের বিভিন্ন মহলের দ্বারস্থ হয়েছেন তবে কিছু সুরাহ হয়নি।
সুনিতার পরিবারের লোকজনেদের অভিযোগ সুনিতা কে অপহরণ করে বিদেশে পাচার করে দিয়েছে,না হয় মেরে দিয়েছে।প্রতিবেশীদের একই বক্তব্য যে মেয়েটিকে বিদেশে পাচার করে দিয়েছে।পুলিশ অভিযোগ পেয়েও এলাকায় আসে নি এবং কাউকে গ্রেফতার করেনি।
সুনিতার বাবা মা অভিযোগ যে দীর্ঘ ৮ দিন হয়ে মেয়ের কোন খোঁজ খবর পায়নি এবং ফোন ও পাইনি ।সুনিতার বাবা বলেন, “আমার মেয়ে যদি কারো সঙ্গে প্রেম ভালোবাসা করে চলে যেতো তাহলে এক বা না এক বার ফোন করতো কিন্তু ৮ দিন হয়ে গেল কোন খোঁজ খবর পায়নি।”
সুনিতার মা রীণা মাল একই কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন।এখন মাল পরিবারের মাথায় যেনো আকাশ ভেঙ্গে পড়েছে।
বলরাম মালের তিন সন্তান, দুই মেয়ে এক ছেলে, মেয়েদের মধ্যে ছোট মেয়ে সুনিতা।বলরাম পেশায়- রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে মাঝে মধ্যে ইলেকট্রিকের কাজ করে এই ভাবে সংসারে জীবিকা নির্বাহ করে তিন সন্তান কে নিয়ে।চণ্ডী গড় অর্থাৎ সুনিতার বাড়ি থেকে মহেশতলা থানার চিংড়ি পোতা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দূরত্ব ৭-৮ কিলোমিটার ।খোঁজ না মেলায় হতাশা আর চিন্তা ক্রমশ গ্রাস করেছে মাল পরিবারকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584