নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
পাঁচ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের সন্দেহে এক পঁচিশ বছরের যুবককে গ্রেফতার করা হল। ঘটনাটি ঘটেছে দিল্লির মার্কিন দূতাবাস চত্বরে।
পিটিআই সূত্রে জানা গেছে, ওই নাবালিকা মার্কিন দূতাবাসের কোয়ার্টারে থাকে। তার বাবা দূতাবাসের গৃহস্থালির কাজ করে। শনিবার, ওই নাবালিকা দূতাবাস চত্বরে যখন খেলাধুলা করছিল, তখন ওই অভিযুক্ত, নাবালিকাকে ভুলিয়ে দূতাবাস চত্বর থেকে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ দিল্লি নির্বাচনের আগে নয়া তথ্য উদঘাটন, শাহিনবাগে গুলি চালানোয় অভিযুক্ত আপের সদস্য
বিদেশি গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত পেশায় ড্রাইভার এবং সে তার মা-বাবার সাথে ওই দূতাবাসের অন্য একটি কোয়ার্টারে থাকে। এরা পরস্পর পরস্পরের প্রতিবেশী বলে জানা গেছে।
পিটিআই জানিয়েছে, রবিবার দিন নির্যাতিতার পরিবার চানক্যপুরী থানায় ধর্ষকের নামে অভিযোগ করার পর ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা হয়। তাতে প্রমাণ হয়, অভিযুক্ত নির্যাতিতাকে ধর্ষণ করেছে।
জাতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এক উচ্চপদস্থ পুলিশ অধিকর্তা জানিয়েছেন, নাবালিকা ও অভিযুক্ত যেহেতু পূর্ব পরিচিত, তাই নাবালিকা প্রাথমিক ভাবে অভিযুক্তকে বিশ্বাস করেছিল। সেই সুযোগ নিয়েই অভিযুক্ত নাবালিকাকে নিজের ঘরে নিয়ে যায়।
অভিযুক্তের নামে পসকো আইনে মামলা রজু করা হয়েছে। যদি অভিযুক্ত দোষী প্রমাণিত হয়, তবে তাকে ২০১৮ সালের মোদি সরকার প্রবর্তিত নতুন আইনের ভিত্তিতে মৃতুদণ্ডের সাজা দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584