সিবিএসই’তেও এগিয়ে মেয়েরা

0
222

ওয়েবডেস্কঃ-

৫০০-র মধ্যে  ৪৯৯ ;অবাক করা রেজাল্ট করলেন নয়ডার মেঘনা শ্রীবাস্তব। আজ প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(সিবিএসই) দ্বাদশ শ্রেণির ফলাফল ৷

মেঘনা(ছবি-সংগৃহীত)

সর্বোচ্চ নম্বর পেয়ছেন নয়ডার স্টেপ বাই স্টেপ সেকেন্ডারি স্কুলের ছাত্রী মেঘনা শ্রীবাস্তব ৷ ৫০০-র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯৯ ৷ তবে সার্বিক ভাবে এবছর পাশের হার আগের বছরের তুলনায় কমেছে ৷ এবছর মোট ৮২.০২ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে ৷ এবছর সারা দেশে ৪,১৩৮টি ও দেশের বাইরের ৭১টি পরীক্ষাকেন্দ্র থেকে মোট ১১ লক্ষ ৮৬ হাজার ৩০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন ৷কিন্তু সার্বিকভাবে আইসিএসসি’র মতো সিবিএসই’তেও মেয়েরা এগিয়ে।

টপারদের লিস্ট

ফলাফল জানতে নীচের ওয়েবসাইটে ক্লিক করুন-
cbseresults.nic.in, cbse.nic.in ও results.gov.in

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here