রাখির সাথে মাস্ক তৈরিতে ব্যস্ত ইশা, আরতীরা

0
134

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

করোনার আবহে বিভিন্ন অনুষ্ঠান পর্ব বন্ধ। ঠিক সেই সময় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত ভবানীপুর ব্লকের অন্তর্দায় অনাথ আশ্রম পরিচালিত স্নেহ ছায়ার আবাসিকরা, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে সামনে রাখি বন্ধন উৎসবের জন্য স্বল্পসংখ্যক রাখি তৈরির পাশাপাশি সুতির মাস্ক তৈরিতে ব্যস্ত।

preparing rakhi | newsfront.co
চলছে রাখি বানানোর কাজ। নিজস্ব চিত্র

তারা করোনার জন্য এ বছর অন্যান্য বছরের ন্যায় সাড়ম্বরে রাখি উৎসব পালন করতে পাড়ছেনা। রাখি দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের তৈরি মাস্ক দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা।

girls | newsfront.co
চলছে মাস্ক তৈরির প্রস্তুতি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অবশেষে দেশে ফিরল চুরি হওয়া ঐতিহাসিক নটরাজ মূর্তি

জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী ও প্রশাসকগণকে রাখির সঙ্গে মাস্ক দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা, তাই স্কুলের সবাই এখন মাস্ক তৈরিতে ব্যস্ত। আরতী, রেবতী ,ইশা ,গৌরী, ফাল্গুনী, সোনামণি, শাশ্বতী ও বৃষ্টিরা দিনরাত এক করে এই কাজ সম্পন্ন করে চলেছে।

অন্তর্দায় অনাথ আশ্রমের কর্ণধার তথা সম্পাদক বলরাম গরন বলেন, “মহামারী করোনাকে রুখতে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই, ওরা যেন সফল হয়। কারণ প্রতিবছর রাখি উৎসব হবে, কিন্তু এই মহামারী প্রকোপে সমাজকে না বাঁচাতে পারলে রাখি কাকে পরাবে? এই উদ্যোগ যথার্থ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here