ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
“অতিমারী কোন অজুহাত হতে পারে না, কেন জিএসটি-র আওতায় আনা হচ্ছে না পেট্রোল-ডিজেল তার যুক্তিসঙ্গত কারণ দেখান। অতিমারী আবহে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার।“ কেন্দ্রকে নির্দেশ দিল কেরালা হাইকোর্ট। কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি এস মনিকুমার ও বিচারপতি শাজি পি চালি-র ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দেয় কেন্দ্রকে।
পেট্রোল ডিজেলের অত্যধিক মূল্যবৃদ্ধি সংক্রান্ত এক জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দেয় কেরালা হাইকোর্ট। ঐ মামলার আবেদনে বলা হয়েছে যে, পেট্রোল ডিজেলের সাম্প্রতিক অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দেশের অর্থনৈতিক স্থিতাবস্থা বজায় রাখতে ও সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষত দেশের দরিদ্র মানুষের কথা ভেবে জিএসটি-র আওতায় আনা উচিত পেট্রোল ডিজেলও। অন্যথায় ভারতীয় সংবিধানের ১৪ ও ২১ ধারা লঙ্ঘন করা হয়।
আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ, প্রতিবাদে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি ইউনিয়নের
মামলার গত শুনানিতে সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডাইরেক্ট ট্যাক্স এন্ড কাস্টমস-এর কৌঁসুলি আদালতে বেশ কয়েকটি কারণ দেখান পেট্রোল ডিজেলকে জিএসটি আওতাভুক্ত না করার। তার কোনটিতেই সন্তুষ্ট হয়নি আদালত। তার মধ্যে একটি কারণ বলা হয় যে করোনা অতিমারীর কারণে এবিষয়ে আলোচনা সম্ভব হয়নি। আদালত একে ‘অজুহাত’ বলেই ব্যাখ্যা করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584