প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ছাগল প্রদান

0
95

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

Giving the goats at the initiative of Animal Resources Development Department
নিজস্ব চিত্র

কাটোয়া ২নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ও কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় , করুই গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় করুই, শ্রীবাটি, শিঙ্গি ও পলসোনা গ্রাম পঞ্চায়েত এলাকার ২০ জন উপভোক্তাদের প্রত্যেককে পাঁচটি করে মোট একশোটি বাংলার কালো ছাগল দেওয়া হয় বৃহস্পতিবার।করুই গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কুরচি গ্ৰামে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,সহ সভাপতি জাগু প্রধান, কাটোয়া ২ নং ব্লকের প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না, কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, মৎস ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দ্যা,শিক্ষা কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম,বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,প্রাণী চিকিৎসক ডাঃ প্রশান্ত পাল সহ বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিরা।

আরও পড়ুন: নেতাদের দল বদল,জমির প্রশ্নে ঝাণ্ডা কাঁধে মিছিল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here