মেঘভাঙ্গা বৃষ্টিতে হিমবাহ ধসে বিধ্বস্ত উত্তরাখণ্ড

0
103

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ফিরল ৮ বছর আগের কেদারনাথের ভয়াবহ স্মৃতি উত্তরাখণ্ডের চামোলি জেলার অলকানন্দ নদীর উপর হিমবাহ ভেঙে তৈরি হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি। মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে তুষারধস। প্রায় দেড়শো জন নিখোঁজ,জানা গিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে।

Dhauliganga Flood | newsfront.co

পাশাপাশি ধৌলিগঙ্গা নদীর জলস্তর দ্রুত বাড়ার ফলে নদী তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে। ধৌলিগঙ্গা এলাকায় রেনি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উঢাকার্যের জন্য প্রায় একশো জন আইটিবিপি জওয়ান ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আকস্মিক এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামের বাড়িঘরের। ক্ষতিগ্রস্ত হয়েছে ঋষিগঙ্গা নদীর উপর তৈরি হওয়া বিদ্যুৎ প্রকল্পটিও। জানা গিয়েছে নির্মিয়মান প্রকল্পটিতে কাজ করছিলেন অনেক শ্রমিক। ধৌলিগঙ্গা হিমবাহ ধ্বসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তপোবনও । সেখানকার ব্যারেজও এই সমস্যার মুখোমুখি হয়েছে। আকস্মিক এই দুর্ঘটনায় সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা।

এই সময়ে উত্তরাখণ্ডে পর্যটকদের ভরা মরশুম, আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে হরিদ্বার-হৃষিকেশে গঙ্গার জলস্তর। দেরাদুনে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও প্লাবনের জেরে চামোলির রেনি গ্রামে ঋষিগঙ্গা প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। অলকানন্দায় নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলনের জের, দিল্লিতে ফের বন্ধ ইন্টারনেট

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি টুইটে বলেন, “উত্তরাখণ্ডের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আইটিবিপি ও এনডিআরএফের ডিজিদের সঙ্গেও কথা বলেছি। সংশ্লিষ্ট সকল আধিকারিকরা যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধার কাজ করছেন। এনডিআরএফ দলগুলি উদ্ধার কাজ শুরু করেছে। উত্তরাখণ্ডের এই দেবভূমিকে সব রকম সহায়তা প্রদান করা হবে কেন্দ্রের তরফে।”

জারি করা হল হেল্পলাইন নম্বর–

হেল্পলাইন নম্বরঃ ৯১১৩৫২৪১০১৯৭

হেল্পলাইন নম্বরঃ ৯১১৮০০১৮০৪৩৭৫

হেল্পলাইন নম্বরঃ ৯১৯৪৫৬৫৯৬১৯০

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here