নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
অনেক দিন ধরে টেস্টে পেসারদের মধ্যে সব থেকে বেশি উইকেট ছিল অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রার দখলে। কিন্তু বিশ্বের প্রথম ফাস্ট বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে খান খান করে দিয়েছেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন।
আর এই অ্যান্ডারসন মুগ্ধ করেছে ম্যাকগ্রাকেও। তাই তিনি বোলিংয়ের সচিন বললেন ইংরেজ পেসারকে। ম্যাকগ্রা জানান, ‘টেস্ট ক্রিকেটে সচিন ২০০ ম্যাচে ব্যাট হাতে যা রান করেছেন সেটা কখনও কেউ স্পর্শ করতে পারবে না। জিমিও বল হাতে সেই একই কাজ করে দেখিয়েছে।
কোনো পেসারের আর ওকে ছোঁয়া সম্ভব নয়। বোলিংয়ের সচিন বললেও ভুল হবে না। আমার নিজের জিমির মানের স্কিল কখনোই ছিল না। ও যেভাবে বল নিয়ন্ত্রণে রেখে দু’দিকেই সুইং করায় সেটা অন্য কেউ পারবে না। তাছাড়া নতুন ও পুরোনো দুই বলেই সমান সাবলীল।’
আরও পড়ুনঃ আইসিসি র্যাঙ্কিং-এ তিন নম্বরে ভারতের টেস্ট দল
জিমির প্রশংসা করে ভারত অধিনায়ক বিরাট কোহলি আবার তার খেলা অন্যতম সেরা পেসার হিসেবে সম্বোধন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584