অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ঘরের মাঠে প্রথম টি-২০ ম্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড জয় পেল ৭২ রানে।
মাউন্ট মায়ুনগানুইতে এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কিউয়ি ব্যাটসম্যানদের মধ্যে অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপটিল ২৩ বলে ৩৪ রান করেন। তিন নম্বরে নামা ডেভন কনওয়ে তার অভিষেক টি-২০ ম্যাচে ৪১ রান করার পর এদিন তার ব্যাট থেকে এল ৩৭ বলে অপরাজিত ৬৫ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি ও ৪টি ওভারবাউন্ডারির সাহায্যে।
আরও পড়ুনঃ ফুটবলের পরে ক্রিকেট ডার্বিও জিতল মোহনবাগান
তবে আসল খেলা দেখালেন ২৩ বছরের গ্লেন ফিলিপ্স। এতদিন পর্যন্ত টি-২০ ক্রিকেটে ফিলিপ্সের সর্বোচ্চ রান ছিল ৫৫। আর এদিন তার ব্যাট থেকে এল অসাধারণ একটি শতরান। ৫১ বলে ১০টি বাউন্ডারি ও ৮টি ওভারবাউন্ডারির সাহায্যে তিনি করলেন ১০৮ রান। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে টি-২০ ক্রিকেটে করা এটা দ্রুততম শতরান।
জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে উইন্ডিজ। শেষ ওয়ানডে ম্যাচে ৩৭ বলে ৭৫ রান করেছিলেন উইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। এদিনও দলের সর্বোচ্চ স্কোরার তিনি। ৪টি ওভারবাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২৮ রান করেন তিনি।
আরও পড়ুনঃ ভারতকে সব ফর্ম্যাটে পর্যুদস্ত করবে অস্ট্রেলিয়াঃ ভন
কিমো পল করেন ২৬ রান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবথেকে ভাল বল করেন কাইলি জেমসন। ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন তিনি। ইশ সোধি ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন। স্বাভাবিকভাবেই এদিন ম্যাচের সেরা হন গ্লেন ফিলিপ্স। এই মাঠেই আগামীকাল তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584