নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গুগল নিয়ে এল ইন্টারনেট ছাড়াই জি-মেইল ব্যবহারের সুবিধা। জি-মেইল ব্যবহারকারীরা এবার থেকে ইন্টারনেট না থাকা অবস্থাতেও স্বচ্ছন্দে বৈদ্যুতিন চিঠি চালাচালি করতে পারবেন। দেখে নেওয়া যাক কিভাবে অফলাইন থাকলেও ব্যবহার করা যাবে জি-মেইল।
ব্যবহারকারীর জি-মেইল যদি স্কুল বা কাজের জায়গার অ্যাকাউন্টে লিঙ্কড থাকে তাহলে অ্যাডমিনকে সেটিংস পরিবর্তন করতে হবে প্রথমেই। তার পরের ধাপগুলি খুবই সহজঃ
১) প্রথমে ইনবক্সে গিয়ে সেটিংস বা Cogwheel button-এ ক্লিক করতে হবে।
২) এরপরের ধাপে ক্লিক করতে হবে “See All Settings” অপশনে।
৩) এবার অফলাইন ত্যাব-এ ক্লিক করতে হবে।
৪) এবার ক্লিক করতে হবে “Enable offline mail” চেকবক্সে।
৫) এবার জি-মেইল দেখাবে নতুন সেটিংস।
৬) এরপরে ব্যবহারকারী সিলেক্ট করতে করতে পারবেন কত দিনের জন্য অফলাইনে জি-মেইল ব্যবহার করতে চান। এসবের পরে গুগল দেখাবে আপনার কম্পিউটারে কতটা স্টোরেজ স্পেস ফাঁকা রয়েছে। পাশাপাশি অপশন থাকছে অফলাইন ডেটা কম্পিউটারে স্টোর করে রাখার বা না রাখার। চাইলে অফলাইনে ব্যবহার করা তথ্য আপনি মুছেও দিতে পারবেন।
৭) এবার ক্লিক করুন “Save Changes” অপশনে, জি-মেইল অফলাইন আপনার কম্পিউটারে অ্যাক্টিভেট হয়ে যাবে।
এবার ইন্টারনেট সংযোগ ছাড়াই স্বচ্ছন্দে ব্যবহার করুন জি-মেইল। তবে খেয়াল রাখতে হবে ইনকগনিটো মোডে আপাতত পাওয়া যাবে না এই সুবিধা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584