নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ হওয়ার কথা ছিল ১৩ই ডিসেম্বর। তবে অদ্ভুতভাবে তার আগেই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করা হল অধিবেশন। এদিকে বিধানসভা বন্ধের জন্য রাজ্যপালকেই কাঠগড়ায় তুলেছে শাসক দল তৃণমূল। তাদের অভিযোগ,

এসটি-এসসি-সহ বেশ কয়েকটি বিলে আলোচনার জন্য রাজ্যপালের অনুমতি না পাওয়ায় মুলতুবি করে দেওয়া হয়েছে বিধানসভার অধিবেশন। যদিও এ বিষয়ে রাজ্যপাল দাবি করেছেন যে তাঁকে নিয়ে ‘নোংরা রাজনীতি’ করা হচ্ছে। পাশাপাশি এই পরিস্থিতির জন্য সরকার পক্ষের পরিকল্পনার অভাবকেই দায়ী করছে বিরোধী বাম ও কংগ্রেস।
নানা বিষয়ে রাজ্যপাল-তৃণমূল সংঘাত চরমে উঠেছে। তার উপর অন্য মাত্রা যুক্ত হয়েছে রাজ্যপালের বিলে সই না করার বিষয়টি। এসটি-এসসি-সহ বেশ কয়েকটি বিলের উপর আলোচনার অনুমতি চেয়ে রাজ্যপালের কাছে তা পাঠানো হয় বিধানসভার তরফে।
অভিযোগ, নির্দিষ্ট সময়ে তাতে সাক্ষর করেননি রাজ্যপাল। তৃণমূলের তোলা আঙুলের পাল্টা জবাবে রাজ্যপাল বলেন, ‘আমার কাঁধে বন্দুক রেখে এসসি-এসটি নিয়ে রাজনীতি করবেন না।
আরও পড়ুনঃ ক্যাবের প্রতিবাদে অগ্নিগর্ভ ত্রিপুরা, বন্ধ মোবাইল পরিষেবা-সহ ইন্টারনেট
কেন্দ্রের একটি এসসি-এসটি আইনের সঙ্গে রাজ্যের বিলের তেমন তফাৎ নেই। তাও কেন রাজ্য এই আইন আনতে হচ্ছে? সেটাই জানতে চেয়েছি। কিন্তু কোনও উত্তর পাইনি। আমাকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। সব না জেনে কীভাবে সই করব? আমি অপেক্ষা করেছিলাম। কিন্তু, কেউ আসেনি।’
এদিকে রাজ্যপালের অনুমতি না পাওয়ায়, বিধানসভায় আলোচনার জন্য কোনও বিষয় নেই। এই দাবি করে আগেই দু’দিনের জন্য বিধানসভার অধিবেশন বন্ধ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
তারপরও রাজভবনেই আটকে রয়েছে বিলগুলি। মঙ্গলবার তাই শেষ করে দেওয়া হয় বিধানসভার শীতকালীন অধিবেশন। রাজ্যপালের এই আচরণে ক্ষুব্ধ রাজ্যের শাসক শিবির।
আরও পড়ুনঃ খড়িবাড়িতে ট্রেনের ধাক্কায় গর্ভবতী হস্তিনী-সহ দুই হাতির মৃত্যু
একটি জাতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় এ বিষয়ে বলেন, ‘বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল রাজ্যপালের অনুমতির অপেক্ষায় রয়েছে। রাজভবনে সেগুলি আটকে থাকায় বিধানসভার কার্য-উপদেষ্টা কমিটিতে সিদ্ধান্ত হয়েছে সান্ধ্যকালীন ভোজনে এই বিষয়ে পাকা সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে রাজ্যপালের বিরুদ্ধে নজিরবিহীনভাবে বিধানসভাতেই ‘গো-ব্যাক’ স্লোগান তৃণমূল বিধায়কদের। মঙ্গলবার, বিধানসভার কক্ষের বাইরে প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে মিছিল করে, আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান শাসক দলের তফসিলি জাতি-উপজাতিভুক্ত বিধায়করা। সেইসঙ্গেই রাজ্যপালের অপসারণের দাবিতে রাজ্যসভায় সরব হন তৃণমূল সাংসদরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584