মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। কংগ্রেস ম্যান হিসাবে ৪০ বছর কাজ করেছেন তিনি। সাত বারের কংগ্রেস বিধায়ক ছিলেন। মূলত বিজেপিকে হারাতে তিনি এবার তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়-সহ আরও অনেকে। এই যোগদানকে তৃণমূলের মাইলস্টোন বলে অভিহিত করেন সৌগত রায়।
প্রাক্তন কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরো জাতীয় রাজনীতিতেও অত্যন্ত পরিচিত নাম। ২০১৩ সাল থেকে তিনি জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করছেন। এর পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য, যা সেভেন সিস্টার নামে পরিচিত তার দায়িত্বে ছিলেন এই প্রবীণ নেতা। যার মধ্যে ছিল ত্রিপুরা রাজ্য।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরই বুধবার তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “কংগ্রেস ম্যান হিসাবে ৪০ বছর কাজ করেছি। আজ কংগ্রেস পরিবার টুকরো হয়ে গেছে। আমি চাই কংগ্রেস পরিবার আবার একত্রে হোক। ২ দিন আগে আমি কংগ্রেস বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছে। দেশের পশ্চিম উপকূল থেকে পথচলা শুরু করেছিলাম। এখন পূর্ব উপকূলে আমার অবস্থান। মূলত বিজেপিকে পরাজিত করার লক্ষ্যেই আমার তৃণমূলে যোগ দেওয়া। তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমি অত্যন্ত খুশি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584