লড়াই শেষ চলে গেলেন প্রশান্ত ডোরা

0
156

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

লড়াই শেষ। গত আড়াই মাস ধরে জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হল না। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিনে কলকাতার টাটা মেমোরিয়াল রিসার্চ সেন্টার হাসপাতালে দুপুর ১:৪০ মিনিটে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন ভারতের প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি রেখে গেলেন স্ত্রী সৌমি ও একমাত্র পুত্রকে।

Prashant Dora | newsfront.co

গত আড়াই মাস আগে জ্বরে ভুগছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানে খেলা প্রশান্ত। কিন্তু জ্বর না কমায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আমরিতেও ভর্তি করা হয়। কিন্তু প্রাথমিক অবস্থায় রোগটা ঠিক কি তা কোনও ডাক্তার ধরতে পারেনি।

পরে দেখা যায় প্রশান্ত জটিল HLH (হেমোফাগোসিটিসি লিম্ফ হিস্টিওসাইটোসিস) রোগে আক্রান্ত। প্রশান্তকে ভর্তি করা হয় কলকাতার টাটা মেমোরিয়াল রিসার্চ সেন্টার হাসপাতালে।

গত মাস থেকেই সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রচুর পরিমানে O+ রক্তের প্রয়োজন হয়ে পড়েছিল। কলকাতা ক্রীড়া জগতের ব‍্যক্তিত্ব থেকে তাঁর পরিচিতরা রক্তও দিয়ে আসছিল। গত সপ্তাহে প্রশান্তর শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না।

আরও পড়ুনঃ মারাদোনার সই জাল করার অভিযোগ তার ডাক্তারের বিরুদ্ধে

উল্লেখ্য, বিখ‍্যাত গোলরক্ষক হেমন্ত ডোরার ভাই প্রশান্ত বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের হয়ে জেসিটিতেও সুনামের সঙ্গে খেলেছেন। ১৯৯৯ সালে প্রথম ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন প্রশান্ত। প্রি-অলিম্পিক কোয়ালিফাইং-এর ম‍্যাচে থাইল‍্যান্ডের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়। পরবর্তীকালে সাফ কাপেও ভারতের হয়ে মাঠে নামেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here