অজানা জ্বরে মৃত্যু ছাগলের, দুশ্চিন্তায় গ্রামবাসীরা

0
65

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

এমনিতেই করোনা নিয়ে নাজেহাল জনজীবন। তার উপর এবার অজানা রোগে ছাগলের মড়ককে ঘিরে ঘোর দুশ্চিন্তায় গ্রামবাসীরা। আচমকাই একের পর এক ছাগলের এই মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ১০ নং অমৃত খণ্ডগ্রাম পঞ্চায়েতের পণ্ডিতপুর বাবুপাড়া এলাকায়।

died goat | newsfront.co
অজানা জ্বরে ছাগলের মৃত্যু। নিজস্ব চিত্র

গ্রামবাসীদের অভিযোগ সরকার দ্বারা বিলি করা ছাগলের থেকেই এই গ্রামে মারন রোগে ছাগলের মড়ক লেগেছে।  যদিও জেলা শাসক নিখিল নির্মল জানান, বিষয়টি তিনি বি এল ডিও র কাছে খোঁজ নিয়ে দেখবেন। বিষয়টি ডি আর ডিও দেখবে। তবে করোনা ভাইরাস কোনও পশুদের মধ্যে হয় না বলেই তিনি জানান।

died goat | newsfront.co
মৃত ছাগল। নিজস্ব চিত্র

তবে পণ্ডিতপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি তাদের গ্রামের বেশির ভাগ গৃহপালিত ছাগলদের মধ্যে অজানা জ্বর, চোখ লাল ও সর্দির সাথে ব্যাপকভাবে পেট ফুলে ওঠার মত রোগের প্রকোপ দেখা দেয়। সেই রোগের হাত থেকে ছাগল গুলোকে বাঁচাতে তারা স্থানীয় কামারপাড়া গ্রামীন প্রানী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। তবুও তাদের বাঁচানো সম্ভব পর হয়নি।

locals | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির

তাদের আরও অভিযোগ , এই সব রোগের লক্ষনের পাশাপাশি ছাগল গুলোর চামড়া উঠে যাচ্ছে। যা আগে তারা ছাগল প্রতিপালন করতে গিয়ে দেখতে পাননি। এমনকি এ ব্যাপারে গ্রামীন পশু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকও এই রোগের কারন নিয়ে ধন্দে রয়েছে।

পাশাপাশি গ্রামবাসীরা এও জানান, তাদের মধ্যে সরকার দ্বারা বিলি করা ছাগল থেকেই গ্রামে এই মারন রোগ ছাগলদের মধ্যে দেখা দিয়েছে। যার ফলে তাদের কর্মসংস্থানের আয়ের বদলে ব্যাপক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এই রোগ থেকে ছাগলগুলোকে বাঁচাতে কোনরূপ হেলদোল নেই প্রানী দফতরের বলে তাদের দাবি।

অবিলম্বে জেলা প্রশাসনের তরফে উদ্যোগ নিয়ে এই মারন রোগের হাত থেকে ছাগলের মত নিরিহ প্রানী গুলোকে বাঁচানোর প্রক্রিয়া শুরু করুক। অপরদিকে তাদের ক্ষুদ্র কর্মসংস্থানের আয়ের বিকল্প ব্যবস্থা করুক বলে দাবি বাসিন্দাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here