নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
উচ্চ-মাধ্যমিকে ভালো ফল করেও ছেলের পড়াশোনা নিয়ে চিন্তায় দিনমজুর পরিবার । দিন মজুরের ছেলে উচ্চমাধ্যমিকে ভালো ফল করলেও কলেজে ভর্তি নিয়ে চিন্তায় রয়েছে দিনমজুর পরিবার। গোবিন্দ বর্মন ফালাকাটা ব্লকের ক্ষীরেরকোট উচ্চ বিদ্যালয় থেকে ৪৭৮ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে।
ভালো ফল করেও কলেজে ভর্তি নিয়ে চিন্তায় রয়েছে তাঁর পরিবার।গোবিন্দর বাড়ি ক্ষীরেরকোট গ্রামে। বাবা বিমল বর্মণ দিনমজুরের কাজ করেন। তাতে ঠিক মতো সংসার চলেনা,তার ওপর টানা লকডাউনে কাজ নেই।
ফলে সমস্যা আরও বেড়েছে। গোবিন্দের মা সাধারণ গৃহবধূ। ভবিষ্যতে ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছে তাঁর। হতে চায় অধ্যাপক ।
আরও পড়ুনঃ লকডাউন তাতে কি মোহনবাগানকে কবে কে থামাতে পেরেছে!
প্রতিষ্ঠিত হয়ে সমাজের দুঃস্থ ছেলেমেয়েদের পাশে দাঁড়ানোর কথা বলেন গোবিন্দ। তবে পড়াশোনার জন্য আর্থিক সাহায্য দরকার। নাহলে হয়ত মাঝপথেই পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে তার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584