মনিরুল হক, কোচবিহারঃ
কংগ্রেসের কর্মীসভা অনুষ্ঠিত হল কোচবিহারে।আজ শহরের সুকান্ত মঞ্চে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মীসভার করা হয়।এদিন এই কর্মীসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক সাংসদ গৌরব গগৈ।এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার, জেলা কংগ্রেসের সভাপতি শ্যামল চৌধুরী ও প্রাক্তন কংগ্রেস বিধায়ক কেশব রায় সহ অন্যান্য নেতা কর্মীরা।
এদিন কর্মীসভায় এনআরসি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এআইসিসি-র সাধারণ সম্পাদক সাংসদ গৌরব গগৈ বলেন,“আসামে নাগরিকপঞ্জিতে যাদের নাম নেই,কংগ্রেস তাদের সাহায্য করছে। ওদের জন্য সুপ্রিম কোর্টে লড়ছে কংগ্রেস।”
পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে নেতা কর্মীরা তৃণমূলের যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,“এখানকার বাস্তবিক পরিস্থিতি স্বীকার করে নিতে হবে। ২০১৪ সালে কংগ্রেসের ৪৪ সাংসদ ছিল। লোকজন বলেছিলেন দেশে কংগ্রেস নেই। কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে কয়েক বছরের মধ্যে ২০১৯ সালে কংগ্রেস অনেক শক্তিশালী জায়গায় আছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584