নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে সরকারি ও সরকারি সাহায্যে চলা লাইব্রেরিগুলি। এবার প্রতি দু’সপ্তাহে অন্তত একদিন করে খোলা হবে ওই লাইব্রেরিগুলি। এমনই নির্দেশিকা জারি হয়েছে। তবে পাঠকরা এখনই প্রবেশাধিকার পাবেন না।
গ্রন্থাগার দপ্তরের অধিকর্তার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করার জন্যই মাসে দু’ দিন গ্রন্থাগার খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লাইব্রেরি খোলা হবে না বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যের ৭৫ হাসপাতালে আরও ৬৫০ অতিরিক্ত স্বাস্থ্য কর্মী নিয়োগঃ আলাপন
প্রায় ৬ মাস টানা বন্ধ থাকায় লাইব্রেরিগুলি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। তাই এখন লাইব্রেরি খুলবে শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য। জনসাধারণের লাইব্রেরি ও কর্মী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মনোজ চক্রবর্তী বলেছেন, পরিষ্কার ও জীবাণুনাশক স্প্রে করার পর যত তাড়াতাড়ি সম্ভব তা পাঠকদের জন্য খুলে দেওয়া দরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584