বাংলার বেসরকারি বাসে তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত থাকবে দু’টি আসন

0
55

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বেসরকারি বাসে এবার থেকে তৃতীয় লিঙ্গের জন্য দু’টি আসন সংরক্ষিত থাকবে। বেসরকারি বাস মালিকদের সংগঠনের এটি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট অনুমোদিত সব বাসে তৃতীয় লিঙ্গের জন্য আসন সংরক্ষণ থাকবে বলে সংগঠনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Third gender | newsfront.co
প্রতীকী চিত্র

সংরক্ষিত আসনের নামকরণ হয়েছে ‘ত্রিধারা’। মানুষকে কখনোই লিঙ্গ দিয়ে বিচার করা যায় না। তাই ভেদাভেদ ভুলে সকল মানুষকে সম্মান করার বার্তা দিতেই এই সংগঠনের এই উদ্যোগ বলে জানানো হয় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ বেসরকারি স্কুলের ফি খতিয়ে দেখতে কমিশন গঠন

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের সংগঠন অনুমোদিত সব রুটের সমস্ত বাসে তৃতীয় লিঙ্গের জন্য দু’টি করে আসন সংরক্ষিত থাকবে। সাংকেতিক চিহ্নের মাধ্যমে আসনগুলি চিহ্নিত করা হবে।’

আরও পড়ুনঃ রাজ্যে করোনা চিকিৎসায় চালু হচ্ছে ‘ন্যাজাল হাই পাওয়ার অক্সিজেন ক্যানুলা’

তাঁর দাবি অনুসারে রাজ্যজুড়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট অনুমোদিত বাসের সংখ্যা প্রায় ৩৫ থেকে ৪০ হাজার। তৃতীয় লিঙ্গের মানুষদের স্বীকৃতি ও সম্মান দিতেই সংগঠনের এই সিদ্ধান্ত বলে জানান তপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তৃতীয় লিঙ্গের মানুষদের স্বীকৃতির পাশাপাশি সমাজের সতর্কতা বৃদ্ধি ও ভেদাভেদ ভুলে সকল মানুষই যে সমান সেই বার্তা দিতেই এই উদ্যোগ।’

ইতিমধ্যেই কাউন্সিল অনুমোদিত বেশ কয়েকটি রুটের বাসে তৃতীয় লিঙ্গের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে। এবার তা ওই সংগঠনর আওতাধীন সব বাসে করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here