কৌশিক ভট্টাচার্য,নিউজডেস্কঃ
লোকাল ট্রেনে টিকিট কাটা বিস্তর ঝক্কি। লম্বা লাইন। সময় নষ্ট। ট্রেন ছাড়ার অনেক আগে স্টেশনে পৌঁছতে হয়। একবার টিকিট কেটে ফেললে আর বাতিলও করা যায় না। তবে এবার এসব ঝক্কি ঝামেলার দিন শেষ। এবার মোবাইলেও কেটে নেওয়া যাবে লোকাল ট্রেনের টিকিট। এমনকি ৫ টাকার টিকিটও।
এতদিন অনলাইনে কেবলমাত্র সংরক্ষিত আসনের টিকিট কাটা যেত। এবার ভারতীয় রেল নিয়ে এল অনলাইনে লোকাল ট্রেনের টিকিট কাটার সুযোগ। হাতে ছাপানো টিকিট নিয়ে ট্রেনে উঠতে হবে না। চেকারকে আপনার মোবাইল ফোনে রেলের ম্যাসেজ দেখালেই চলবে। রিটার্ন টিকিট, মান্থলি এমনকি সিজন টিকিটও কাটারও সুযোগ পাওয়া যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে।
তবে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন তা দুই কিলোমিটার দূরত্বের মধ্যে থেকেই টিকিট কাটতে হবে। আবার চেকারকে দেখে তখনই কেউ টিকিট কাটতে চাইলে সেটাও গ্রহণযোগ্য হবে না। কারণ রেল ট্র্যাকের থেকে ২০০ মিটারের মধ্যে টিকিট কাটতে দেবে না অ্যাপ।
অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হলে যা করবেন :
১) অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইউটিএস অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করুন।
২) মোবাইল নাম্বার, নাম, শহর ও অন্যান্য বিবরণ দিয়ে সাইন আপ করুন।
৩) এবার ওয়ালেটে টাকা ভরতে হবে অনলাইনে। বড় স্টেশনে গিয়ে ইউটিএস কাউন্টার থেকেও টাকা ভরা যাবে।
৪) এবার টিকিট কাটা যাবে। যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য, রুট, শ্রেণী ইত্যাদি দিলেই লোকাল বা প্যাসেঞ্জার ট্রেনের টিকিট কাটা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584