নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। সোমবার বিকেলে মালদহের ইংরেজবাজার থানার মিল্কি পঞ্চায়েতের জেলেপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ দেহটি উদ্ধার করে ঘটনার তদন্তে নামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যাক্তির নাম,গোপাল মন্ডল(৩০)।বাড়ি ইংরেজবাজার থানার মিল্কি জেলেপাড়া গ্রামে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই গ্রামে নতুন করে একটি ইলেক্ট্রিক ট্রান্সফরমার বসানোর কাজ চলছিল।সেই সময় বিদ্যুৎ দপ্তরের লোকেরা তারের আশেপাশের গাছের ডাল কাটতে বলে।গাছে উঠে ডাল কাটার সময় বিদ্যুৎপিষ্ট হয় ওই যুবক।আহত অবস্থায় তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে প্রথমে মিল্কি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে স্থানান্তর করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।
সেখানে কয়েক ঘন্টা চিকিৎসা চলার পর মঙ্গলবার সকালে মৃত্যু হয় তার।জানা গিয়েছে মুখের মধ্যে একটি ধারালো হাসুয়া নিয়ে গাছ কাটার জন্য গাছে উঠে ওই যুবক।সেই সময় লোহার হাসুয়া বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হতেই বিদ্যুৎপিষ্ট হয় ওই যুবক।এই ঘটনায় গুরুতর আহত হয় ওই যুবক,এমনকি তার দুই পাটির দাঁত ভেঙে যায় সেই সময়। জানা গিয়েছে বিদ্যুতের সমস্যা নিয়ে কয়েকদিন ধরেই ভুগছিল গ্রামবাসীরা।গত দুইদিন আগে বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা।পরে নতুন করে কাজ করার উদ্যোগ নেয় বিদ্যুৎ দপ্তর।সেই সময়ে এই ঘটনা বলে অভিযোগ। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584