দু’পায়ের ওপর ভর করেই স্বপ্নপূরণের পথে বাহুহীন গোকরণ

0
41

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পৃথিবীতে পারবো না বলে কোনও কথা নেই। ইচ্ছা আর চেষ্টা থাকলে সব অসম্ভবই সম্ভব করা যায়। তা আবারও একবার প্রমাণ করে দিল ছত্তিশগড়ের গোকরণ পাতিল। জন্ম থেকেই সে বাহুহীন ও বধির। কিন্তু তাঁর ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। গোকরণের প্রতিভা এখন ছত্তিশগড়ের অনুপ্রেরণা।

Specially challanged | newsfront.co
ছবিঃ টুইটার পোস্ট থেকে স্ক্রিনশট

সোশ্যাল মিডিয়ায় গোকরণের একটি ভিডিও শেয়ার করে আইএএস কর্তা প্রিয়াঙ্কা শুক্ল লেখেন, প্রতিভা ও শ্রম, একসঙ্গে চললে কোনও কিছুই প্রতিবন্ধকতা নয়। শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায় ওই ভিডিও।

সেই ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে দু’পায়ে ছবি এঁকে প্রতিষ্ঠিত চিত্রশিল্পীদের অবাক করেছেন গোকরণ। এই আইএএস কর্তার শেয়ার করা ভিডিওতে আরও দেখা গিয়েছে, দু’পায়ের মাঝে তুলি ধরে আঁকায় মগ্ন গোকরণ।

যাঁরা সহজেই রণে ভঙ্গ দেন, তাঁদের কাছে আদর্শ গোকরণ। নিজের পোস্টে এমন মন্তব্যও করেন প্রিয়াঙ্কা শুক্ল। সূত্রের খবর, ছত্তিশগড় ভিলাইয়ের বাসিন্দা গোকরণ।

আরও পড়ুনঃ হার্লে ডেভিডসন নিয়ে বাইক সফরে প্রধান বিচারপতি বোবদে, ভাইরাল ছবি

প্রতিবন্ধকতা নিয়ে তাঁর এই কীর্তি এলাকার অনেক শিশু-কিশোরকে অনুপ্রাণিত করেছে। তাঁর বেশিরভাগ আঁকাগুলো লোকশিল্প আর সংস্কৃতি ওপর। ফাইন আর্টসে মাস্টার করা এই তরুণ কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্সও করেছেন। দু’পায়ের ওপর ভর করে এভাবেই বাহু ছাড়া নিজের স্বপ্নপূরণের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গোকরণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here