গোলাড় সুশীলা হাইস্কুলে রক্তদান, ক্রীড়া সাংস্কৃতিক উৎসব

0
204

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Golar Sushila High School Blood Donation and Cultural Festival
নিজস্ব চিত্র
Golar Sushila High School Blood Donation and Cultural Festival
নিজস্ব চিত্র

তিন দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে মাতলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের গোলাড় হাইস্কুলের ছাত্র ছাত্রীরা।শুক্রবার রাতে শেষ হলো কেশপুর ব্লকের গোলাড় সুশীলা হাইস্কুলের তিন দিন ব‍্যাপী বহুবিধ কর্মসূচি। তিন দিনের রক্তদান ও ক্রীড়া-সাংস্কৃতিক উৎসবের সূচনা হয় বুধবার উপস্থিত সমবেত অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রীরা।স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ পড়িয়া।এদিন অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। পাশাপাশি এদিন রোটারি আই হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হয় চক্ষু পরীক্ষা শিবির। বিকেলে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।সন্ধ্যায় দুরন্ত অডিও ভিসুয়াল কুইজ পরিচালনা করেন স্নেহাশীষ চৌধুরী, সৌমিত্র কুলধ‍্যায়, দেবাশীষ দোলই,তাপস দোলই প্রমুখ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় রক্তদান উৎসব। রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড.আনন্দদেব মুখোপাধ্যায়। রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের চেয়ারম্যান অসীম ধর, ৪ নং গোলাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিবা বিবি প্রমুখ বিশিষ্ট জনেরা। শিবিরে ১৩ জন মহিলা সহ মোট ৫৮ জন রক্তদান করেন,এর মধ্যে ছিলেন ১০ জন মুসলিম মহিলা। এদিন বিদ্যালয়ে ছাত্রদের জন্য মাল্টিজিমের উদ্বোধন হয়। এদিন সকাল ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মনসামাতা নহবত, নিখিল সহকারী, সুশোভন মন্ডল,সরোজ দাস ও বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রীরা। সন্ধ্যায় নৃত্য শিক্ষা অর্পিতা মাজীর নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক “আলিবাবা ও চল্লিশ চোর”। শেষ দিন শুক্রবার সকালে চিকিৎসক ডাঃ মাসান্ত ও ডাঃ অভিষেক সামন্তর তত্ত্বাবধানে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। জেলার শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে একটি শিশু সুরক্ষা সচেতনতা মূলক শিবির হয় এদিন দুপুরে। এদিন বিকেলে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বৈকালিক ও সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সরোজ দাস, জয়ন্ত রায়, বিশ্বনাথ দত্ত,উদয় বন্দ‍্যোপাধ‍্যায় ও আলমোজতবা একাডেমী। সন্ধ্যায় হৃদয়গ্রাহী সঙ্গীতে আসর জমিয়ে দেন বিভিন্ন রিয়েলিটি শো খ‍্যাত স্বনামধন্য গায়ক নিলাদ্রী চ‍্যার্টাজী। শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুরের বিডিও দীপক কুমার ঘোষ।উৎসবের দিনগুলোতে বিভিন্ন কাজে হাজির ছিলেন অধ্যাপক শিবরাম চ‍্যাটার্জী, শুভজিৎ পাল, গৌতম চক্রবর্তী , নারায়ন প্রসাদ চৌধুরী, জগন্নাথ খাঁন প্রমুখ। তিন দিনের অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক সুরেশ পড়িয়া। উল্লেখ্য অনুষ্ঠানের দ্বিতীয় দিনে পরিবারসহ অনুষ্ঠান দেখতে আসা এক ছাত্রীর বাড়ি আগুনে পুড়ে যায়। পরের উৎসব কমিটির পক্ষ থেকে ছাত্রীটির বাড়ি যাওয়া হয় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।

Golar Sushila High School Blood Donation and Cultural Festival
নিজস্ব চিত্র
Golar Sushila High School Blood Donation and Cultural Festival
নিজস্ব চিত্র

আরও পড়ুন: দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করে স্বামীজীর জন্মবার্ষিকী উদযাপন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here