শিলিগুড়িতে কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার ২

0
46

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

ফের একবার বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। এরপর সেখানে একটি ছোট গাড়ি আটক করে।

criminal court | newsfront.co
নিজস্ব চিত্র

এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সোনার বিস্কুট। এই ঘটনায় ওই গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করা হয়। ধৃত দের নাম ইউসুফ ও মিদলাজ কেপি। তারা দু’জনেই কেরলের বাসিন্দা। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের কাছ থেকে ৩৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।

arrested | newsfront.co
নিজস্ব চিত্র

মোট সোনার পরিমাণ ২ কেজি ৯৮৬ গ্রাম। যার অনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৭ লক্ষ ১৮ হাজার ৬৫৭। এবং উদ্ধার হওয়া সোনাগুলো ইন্দো মায়ানমার সীমান্ত হয়ে শিলিগুড়ি আসে।

আরও পড়ুনঃ বালুরঘাটে পথ অবরোধ অল বেঙ্গল চিটফান্ড সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

এরপর সেখান থেকে অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে ছিল। এর পাশাপাশি ধৃতদের ছোট গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়।

তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here