কয়েক কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার শিলিগুড়িতে, গ্রেফতার ৩

0
124

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ি থানার অন্তর্গত বাংলা বিহার সীমান্তের চেকরমারিতে আবগারি দপ্তর ও খড়িবাড়ি পুলিশের যৌথ উদ্যোগে নাকা তল্লাশি চালায়। এরপর সেখানে একটি সন্দেহভাজন ছোট গাড়ি আটক করে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় সোনার বিস্কুট।

gold buiscits | newsfront.co
উদ্ধার হওয়া সোনার বিস্কুট। নিজস্ব চিত্র

এই ঘটনায় ওই গাড়িতে থাকা চালক-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সূত্রের খবর, ওই গাড়ি থেকে মোট ১৩০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া প্রত্যেকটি সোনার বিস্কুটের ওজন প্রায় ১৬৫ গ্রাম করে।

gold biscuit | newsfront.co
নিজস্ব চিত্র

সোনার বিস্কুট গুলো পরীক্ষা করা হচ্ছে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে উদ্ধার হওয়া সোনাগুলো আসাম থেকে বিহারের ছাপড়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুনঃ গরু পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ৩ জেলায় এবার একযোগে তদন্ত শুরু সিবিআইয়ের

যার অনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। ইতিমধ্যেই পুলিশের উচ্চ কর্তারা এসে পৌঁছেছে খড়িবাড়ি থানায়। গোটা ঘটনা খতিয়ে দেখছেন পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here