নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা সংক্রমণের কারণে ধাক্কা খেয়েছে সোনার বাজারও। ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ভারতীয় মুদ্রায় দামের নিরিখে সোনার চাহিদা কমেছে ১৪ শতাংশ। মার্কিন ডলারের নিরিখে বিক্রি কমেছে ১৮ শতাংশ। আর সোনার পরিমাণের নিরিখে ৩৫ শতাংশ চাহিদা কমেছে। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে সোনার চাহিদা ছিল মোট ৪৪৬.৪ টন। ২০০৯ সালের পর থেকে এতটা খারাপ পরিস্থিতি যায়নি, জানাল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। তাদের বক্তব্য, বিশ্ব বাজারেও সোনার চাহিদা চার হাজার টনের নীচে নামেনি বিগত বছরগুলিতে।
আরও পড়ুনঃ ভর সন্ধ্যায় ট্যাংরায় গুলি, আতঙ্ক
সোনার মূল বাজার গয়না। তারপর আসে বিনিয়োগ। গতবছরে সবচেয়ে বেশি লোকসান হয়েছে গয়নার বাজারের, বলছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। তাদের হিসেব, গত বছর এদেশে গয়নার জন্য সোনা বিক্রি হয়েছে প্রায় ৩১৬ টন। ভারতীয় মুদ্রায় তার দাম ১ লক্ষ ৩৩ হাজার ২৬০ কোটি টাকা। সোনার পরিমাণের নিরিখে ৪২ শতাংশ লোকসান হয়েছে গয়নার বাজারের। এদিকে বিনিয়োগ হিসেবে সোনার বিক্রি কমেছে ১১ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584