নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মঙ্গলবার শহরে এক লাফে অনেকটা বেড়ে গেল সোনার দাম। এই প্রথমবার ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ ছাড়িয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া হিসেব অনুযায়ী, এদিন ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫০ হাজার ১০ টাকা।

মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারেট গয়না সোনার প্রতি দশ গ্রামের দর গিয়েছে ৪৭ হাজার ৪৫০ টাকা। হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার দাম ছিল দশ গ্রামে ৪৮ হাজার ১৬০ টাকা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ক্রেতারা যখন সোনা কিনবেন, তখন এই দরগুলির উপর তিন শতাংশ হারে জিএসটি মেটাতে হবে।
আরও পড়ুনঃ বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে বেজোস
এদিকে লাফিয়ে বেড়েছে রূপোর দামও। রুপোর দাম বেড়ে হয়েছে ৬০ হাজার ৭৮২ টাকা, এটিও এখনও পর্যন্ত সর্বোচ্চ মূল্য। রুপোর দাম বাজার বন্ধের আগে ছিল ৫৭ হাজার ৩৪২ টাকা। বুধবার সকাল ১১ টা ৩৫ মিনিটে এমসিএক্স সোনার ফিউচার শেয়ারের দাম ০.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ১৭ টাকায়, আর রুপো আগের দামের তুলনায় ৫.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৬১৯ টাকায়।
আরও পড়ুনঃ পার্সোনালিটি টেস্টের জন্য সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের যাতায়াত, থাকার খরচ দেবে ইউপিএসসি
মুম্বইয়ে অবস্থিত ভারতের স্বর্ণ ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (আইবিজেএ) জানিয়েছে, গুডস ও সার্ভিস ট্যাক্স বাদে মঙ্গলবার বাজার বন্ধের আগে গহনা সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৪৯ হাজার ৪৪০ টাকা এবং প্রতি কেজি রুপোর দাম ছিল ৫৪ হাজার ৮৫০ টাকা। বুধবার যা বেড়ে ৫০,০০০ পেরিয়ে গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584