মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনার প্রভাব পড়ল সোনার উপরও। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ স্কুল, কলেজ, অফিস সহ বিভিন্ন কর্মসংস্থান। এহেন পরিস্থিতির মধ্যেই বাড়ল সোনার দাম। দেশীয় বাজারে জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে উল্লেখযোগ্য হারে কমেছে গয়না বিক্রির হার, বলছে বাজার পরিসংখ্যান। এদিকে লকডাউনের জেরে সোনার দোকানে বিক্রি কমে গিয়েছে।
ফলে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। ত্রৈমাসিকের সূচনায় বিয়ের মরশুমে সোনার গয়নার চাহিদা কিছু বেড়েছিল। কিন্তু সোনার দাম অস্বাভাবিক হারে চড়লে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কমতে থাকে স্বর্ণালঙ্কারের চাহিদা।
আরও পড়ুনঃ গ্রিন জোন বীরভূমে প্রথম করোনা আক্রান্তের হদিশ
লকডাউনের জেরে বাজার পরিস্থিতি আরও সংকটজনক হয়ে গিয়েছে। গত মার্চ মাসে সোনার গয়নার চাহিদা কমে ৬০%-৮০%। প্রথম ত্রৈমাসিকে সোনার গড় দাম প্রতি ১০ গ্রামে ৪১.১২৪ টাকা, যা সাম্প্রতিক কালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এবছর অক্ষয় তৃতীয়াতেও সোনার চাহিদায় বড়সড় পতন ঘটেছে। করোনার কুনজর এড়াতে পারলো না স্বর্ণ ব্যবসায়ীরা। লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত সোনার বাজার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584