নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতির মধ্যেও লাগাতার বাড়ছে সোনার দাম। শুক্রবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনা অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দর ছিল ৫১ হাজার ৭৪০ টাকা। এখনও পর্যন্ত এটাই রেকর্ড দাম। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দশ গ্রামের দাম গিয়েছে ৪৯ হাজার ৯০ টাকা। হলমার্কযুক্ত সোনার দাম প্রায় ৫০ হাজার ছুঁইছুঁই। এদিন তার দর ছিল ৪৯ হাজার ৮৩০ টাকা।

শুক্রবার দিল্লিতে সোনার দর পৌঁছায় ৫২ হাজার টাকায়। ১০ গ্রাম পাকা সোনার দর ছিল ৫১ হাজার ৯৪৬ টাকা। এর সঙ্গে আরও তিন শতাংশ হারে জিএসটি যোগ হবে। ফলে দাম আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগরচন্দ্র পোদ্দার বলেন, সোনার দর বেলাগাম হওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঝারি ও ছোট দোকানগুলি।
আরও পড়ুনঃ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে অসম, বিহারের বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭ লক্ষ মানুষ
প্রসঙ্গত, মঙ্গলবার শহরে একলাফে অনেকটা বেড়েছিল সোনার দাম। ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম ৫০ হাজার ছাড়িয়ে গেছিল। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া হিসেব অনুযায়ী, এদিন ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫০ হাজার ১০ টাকা। মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারেট গয়না সোনার প্রতি দশ গ্রামের দর পৌঁছেছিল ৪৭ হাজার ৪৫০ টাকায়। হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার দাম ছিল দশ গ্রামে ৪৮ হাজার ১৬০ টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584