নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা আবহের মধ্যে বিশ্ব বাজারে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। তবে এই সঙ্কটজনক পরিস্থিতিতে একেবারে উঠল চিত্র ধরা পড়ছে ভারতে। এদেশে কমল সোনার দর। বৃহস্পতিবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম অক্টোবর গোল্ড ফিউচার্সের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়াল ৫২,০৩৬ টাকা।
গত তিনদিনে এই নিয়ে দু’দিন পড়ল হলুদ ধাতুর দাম। গত সেশনে ১০ গ্রাম সোনার দাম ০.৭ শতাংশ বা ৩৫০ টাকা বেড়েছিল। গত মঙ্গলবার অবশ্য এমসিএক্স সূচকে হলুদ ধাতুর দর পড়েছিল প্রায় ৬ শতাংশ বা ৩,২০০ টাকা। যা ক্রেতাদের কাছে বড়সড় স্বস্তির ছিল। কারণ গত সপ্তাহে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল।
পশ্চিমবঙ্গেও একধাক্কায় অনেকটা কমেছে সোনার দাম। বুধবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম ছিল ৫৩ হাজার ৩১০ টাকা। জন্মাষ্টমীর কারণে কলকাতায় মঙ্গলবার বন্ধ ছিল সোনার বাজার। তার আগের দিন অর্থাৎ সোমবার কলকাতায় দশ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার ১৭০ টাকা।
আরও পড়ুনঃ দেশের সৎ করদাতাদের সম্মান জানাতে নতুন প্রকল্প ঘোষণা প্রধানমন্ত্রীর
গত ৭ অগাস্ট শহরে রেকর্ড গড়ে সোনা। ওইদিন দাম ছিল ৫৬ হাজার ৯৬০ টাকা। এ রাজ্যে সোনার পাশাপাশি বুধবার রুপোর দামও কমেছে অনেকটা। এদিন ‘৯৯৯’ বিশুদ্ধতার এক কিলো রূপোর দাম যায় ৬৬ হাজার ৫০ টাকা। অথচ সোমবারই রুপোর দাম ছিল ৭৪ হাজার ৫০ টাকা। অর্থাৎ, দু’দিনের তফাতে রুপোর দাম আট হাজার টাকা কমে যায়।
আরও পড়ুনঃ কোন ‘শ্রেষ্ঠত্বের’ বিচারে পুরস্কৃত হচ্ছেন বিতর্কিত পুলিশ অফিসাররা? উঠছে প্রশ্ন
তবে দেশে সোনার দর কমলেও বৃহস্পতিবার রুপোর উত্থান অব্যাহত। এমসিএক্স সূচকে এক কেজি রুপোর দর ০.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭,০৫০ টাকা। গত সেশনে প্রতি কেজি রুপোর দাম ০.০৬ শতাংশ বেড়েছিল। বাজার বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে যেহেতু বিশ্ববাজারে টালমাটাল অবস্থা চলছে, তাই সোনা ও রুপোর দামেও এই ওঠানামা চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584