নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১নং ব্লকের ধোবাবেড়িয়া হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ উৎসব অনুষ্ঠিত হলো মঙ্গলবার।এই উপলক্ষ্যে এদিন সকালে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় সংলগ্ন এলাকা পরিক্রমা করে। প্রভাতফেরীর পরে বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও প্রয়াতের উদ্দেশ্য শহীদবেদীতে মাল্যদান করা হয়। সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার নায়ক।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক অশোক কুমার সিংহ দেব, বর্তমান সভাপতি অসীম সিংহ রায়, পরিচালন সমিতির সদস্য বৃন্দ , শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীবৃন্দ ও এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট জনেদের বক্তব্যে বিদ্যালয়ের অতীত ইতিহাস ও বর্তমান সময়ে বিদ্যালয়ের দৈনন্দিন জীবনের নানা দিক উঠে আসে। এদিনের অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে আবৃত্তি, সঙ্গীত ,নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।অর্ণব, মৃন্ময়, অনিন্দিতা, চৈতালী,শিল্পা সহ অন্যান্যদের প্রাণচাঞ্চল ও হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলের মন জয় করে নেয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষক অসিমিত্র টাঙ্গি।উল্লেখ্য ১৯৭০সালের ১লা জানুয়ারি এই বিদ্যালয়ের পথচলা শুরু হয় এবং ২০০৫ সালে মাধ্যমিকস্তরে উন্নীত হয়।বর্তমানে ৭৫০ জন ছাত্র-ছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করে। বিদ্যালয়ের পক্ষে শিক্ষক নলিনী করণ, সুশোভন সামুরই, দেবপ্রিয় চ্যাটার্জীরা জানান ,সারা ধরে নানা ক্রীড়া, সাংস্কৃতিক, সমাজসেবা, পরিবেশ সচেতনতা ও উন্নয়ন মূলক কর্মসূচির মধ্য দিয়ে এই সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করা হবে এবং সবশেষে ২০২০ সালের জানুয়ারির শুরুতে তিন দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপণ হবে।
আরও পড়ুন: ম্যানড্রেকের জাদুতে বিস্ময়াবিভূত কালিয়াগঞ্জ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584