সংবাদ সাহিত্যের সামাজিক দায়বদ্ধতার বলিষ্ঠতায় দৃপ্ত পদক্ষেপে ‘ঝড়’ পত্রিকার সুর্বণ জয়ন্তী উদযাপন

0
111

মীর রাকেশ রৌশান,বহরমপুরঃ

Golden jubilee day celebration of Jhor newspaper
নিজস্ব চিত্র

ঝড়’ সংবাদ সাহিত্য সাপ্তাহিকের অর্ধশতক পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল বহরমপুর গ্রান্টহল প্রেক্ষাগৃহে।সংবাদপত্র সাহিত্যের সামাজিক দায়বদ্ধতা থেকে পথচলা শুরু ১৯৬৮ সালের ১১ জুন রঘুনাথগঞ্জ সদরঘাট থেকে,ক্রমে আঙ্গিক বিষয়বস্তুর টানে জেলা ছাড়িয়ে বিস্তার সারা রাজ্য এমনকি দেশের অনান্য রাজ্যেও।

Golden jubilee day celebration of Jhor newspaper
নিজস্ব চিত্র

সংবাদের বিষয়বস্তু থেকে শুরু করে সংবাদ পরিবেশনের আঙ্গিক, শিরোনাম নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ‘ঝড়’ সংবাদপত্রের জগতে এক প্রতিষ্ঠান হিসাবে পরিচিত।বহু সমৃদ্ধ সাহিত্যিক সাংবাদিকের প্রসূতিগৃহ এই পত্রিকা।শুধু তাই নয় কোন কর্পোরেট অর্থ সাহায্য না নিয়ে পঞ্চাশ বছর ধরে ধারাবাহিক ভাবে শিল্প সাহিত্য শিক্ষা সংস্কৃতি ইতিহাস এবং প্রান্তিক মানুষের সংবাদ তুলে ধরার যে দৃষ্টান্ত তুলে ধরেছে তা বিরল ইতিহাস।এই ঐতিহাসিক পত্রিকার সুবর্ণ জয়ন্তী উদযাপন ঘিরে স্বাভাবিকভাবেই ছিল উদ্দীপনা।

আরও পড়ুনঃ ভাষা দিবসে প্রকাশিত সবুজ পত্রিকা “ব্যঞ্জনা”

Golden jubilee day celebration of Jhor newspaper
নিজস্ব চিত্র
Golden jubilee day celebration of Jhor newspaper
নিজস্ব চিত্র

আজকের উদযাপন অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান,বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক ডা.জহর সেন,সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন অধ্যাপক কামাখ্যা গুহ এছাড়াও ঝড়ের প্রাক্তন কার্যকরী সম্পাদক স্বপন ঘোষাল,বিশিষ্ট প্রাবন্ধিক পুলকেন্দু সিংহ সহ ‘ঝড়’ পত্রিকার প্রতিষ্ঠা সম্পাদক শ্রী অচিন্ত্য সিংহ মহাশয়।

শুধু আদর্শ নীতির ভিত্তিতে যৌথ উদ্যোগে শত বাধা অতিক্রম করে অর্ধশতক পেরোনো যায় আগামী দিনের পথা চলার অঙ্গীকারের দৃপ্ত শপথ নেওয়া যায় এই ক্ষেত্রেও ‘ঝড়’ সৃষ্টি করল বিরল ব্যতিক্রম।আজকের অনুষ্ঠানে একদিকে যেমন পঞ্চাশ বছর উদযাপনের গর্ববোধ ছিল, তেমনি শপথ ছিল আগামীদিনে প্রান্তিক অবহেলিত মানুষের কথা তুলে ধরার মাধ্যম হিসাবে বলিষ্ঠ পদচারণের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here