তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে।বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বেরিয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।শোভাযাত্রায় অংশ নেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল,বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মদন কর্মকার, রাধিকারঞ্জন দেবভূতি,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী।
শোভাযাত্রায় বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা,শিক্ষিকা শিক্ষা কর্মীগন পথ পরিক্রমায়।বিদ্যালযের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী জানান তাদের সুবর্ণ জয়ন্তী উৎসব চলবে আগামী ৩১শে মার্চ পর্যন্ত।শুক্রবার সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জানানোর সাথে সাথে বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।শনিবার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনকে কেন্দ্র করে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুনঃ বত্রিশবিঘা সংগঠনী সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন
এদিন সন্ধ্যায় বিদ্যালয়ের প্রাক্তনীদের নিয়ে একটি পুনর্মিলন উৎসব হবে বেলা দুটোর সময় থেকে।৩১শে মার্চ সুবর্ণ জয়ন্তী উৎসবের প্রধান আকর্ষণ বিশিষ্ট সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহা ও সোহিনী সাহার সঙ্গীতানুষ্ঠান।কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে বিদ্যালযের ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584