আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনের সুবর্ন জয়ন্তী বর্ষ উদযাপন

0
140

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

golden jubilee of auriya charuchandra dutta vidyaniketan 2
নিজস্ব চিত্র

পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতন সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎযাপনের শুভ সূচনা হলো শুক্রবার।বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগিতায় একটি উদ্বোধনী সংগীত অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন কাটোয়ার ২নং ব্লকের জয়েন্ট বিডিও শুভেন্দু বর্মন,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,কাটোয়া ২নং ব্লক যুব আধিকারিক নুরুল আমিন মন্ডল, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য সুব্রত মজুমদার,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধ্যক্ষ রফিকুল ইসলাম,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মধ্যক্ষ কোরবান মিদ্দা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুলবুল বসু, জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া ঘোষ,পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের উপ-প্রধান সাগর সাহা,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের উপ-প্রধান জগন্নাথ রুদ্র,বিশিষ্ট সমাজসেবক পিন্টু মণ্ডল,কাটোয়া ২নং ব্লক যুব কল্যাণ দপ্তরের প্রতিনিধি দেবব্রত মজুমদার,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুভেন্দু যশ সহ প্রমুখ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -এর অনুপ্রেরণায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগকে, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ব্যবস্থাপনায় শুক্রবার আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনে মাল্টিজিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ আইটিআই কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন

golden jubilee of auriya charuchandra dutta vidyaniketan
নিজস্ব চিত্র

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য মাল্টিজিমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত।তিন লক্ষ টাকা দিয়ে এই মাল্টিজিমটি নির্মান করা হয়েছে।ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।এলাকাবাসীরা এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here