নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শালবনীর ৩ নং অঞ্চলের অন্তর্ভুক্ত সিদাডিহি গ্রাম সংসদের মধ্যে অবস্থিত,অলচিকি ও বাংলা ভাষায় শিক্ষাদান হওয়া রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়।১৯৬৯ সালে শালবনীর প্রত্যন্ত আদিবাসী গ্রাম রাধামোহনপুরে, সমাজের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা বিস্তারের জন্য একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শুরু হয়। অনুমোদন মেলে ১৯৭৩ সালে।মহাশোল পশ্চিম,সিদাডিহি,কেন্দডাঙ্গা,রাধামোহনপুর ও ভূগলুশোল মৌজার ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে এই অলচিকি মাধ্যমের বিদ্যালয়ে। এই বছর বিদ্যালয়ের ৫০ বছর,সুবর্ন জয়ন্তী উৎসব যাতে যথাযথ মর্যাদার সাথে পালন করা যায় এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা যায় তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
এই বিদ্যালয়ের সুবর্নজয়ন্তী কে স্মরণীয় করে রাখতে,এলাকার গরীব মানুষদের সামাজিক সাহায্যের কথা ভেবে বিদ্যালয়,শালবনী নোট মুদ্রন প্রেসের উদ্যোগে ও ঐকান্তিক সহযোগিতায় দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসালয়,প্রতি সপ্তাহে দুই দিন করে শুরু করতে চলেছো আগামী অক্টোবর হইতে বিদ্যালয় প্রাঙ্গনে বলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ জানালেন।
আরও পড়ুনঃ পুজোর পূর্বে পুররাস্তা সংস্কারের উদ্যোগ ইংরেজবাজার পুরসভার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584