নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের বেলমূলা এলাকায় সুবর্ণরেখা নদীর ধারে গজিয়ে ওঠা চড়ে তৈরি গোল্ডেন লাইন ইকো পার্কের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ওই পার্কের উদ্বোধন করেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতন এক নম্বর ব্লকের বিডিও চিত্তজিৎ বাসু, দাঁতন থানার আইসি সুব্রত মজুমদার,দাঁতন এক পঞ্চায়েত সমিতির সভাপতি অনন্ত মান্ডি,সমাজসেবী প্রতুল দাস, স্থানীয় অঞ্চলপ্রধান শম্ভু বেরা সহ আরো অনেকে।
বেলমুলা এলাকায় গোল্ডেন লাইন ইকো পার্কের উদ্বোধন করে বিধায়ক বিক্রম প্রধান বলেন, “এই এলাকায় শিশুদের খেলাধুলা করার জন্য সেরকম কোনো কিছুই ছিল না। তাই দাঁতন এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের মনোরঞ্জন করার জন্য ও খেলাধুলা করার জন্য এই পার্কটি সুবর্ণরেখা নদীর ধারে গজিয়ে ওঠা চড়ে তৈরি করা হয়েছে।
আরও পড়ুনঃ অসুস্থ মহিলার চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার নজির গড়ল রামপুরহাট থানার পুলিশ
যার ফলে এই এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা এই পার্কে এসে খেলাধুলার পাশাপাশি আনন্দ উপভোগ করতে পারবে।” তিনি বলেন, “এই পার্কটি আপনার আমার সকলের। তাই একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই।”
সেই সঙ্গে তিনি বলেন এই পার্ক তৈরি হওয়ায় এই এলাকায় এসে মানুষ আনন্দ উপভোগ করতে পারবেন। পার্কটিকে সাজিয়ে তোলার জন্য দাঁতন এক পঞ্চায়েত সমিতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি জানান।পার্ক তৈরি হওয়ায় এলাকার বাসিন্দারা খুব খুশি। তাই উদ্বোধনের দিন বেলমুলা এলাকায় মানুষের ঢল নেমেছিল। ফলে খুশি সর্বস্তরের মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584