নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো করোনা ভাইরাসের কবলে ভারতও। যতদিন যাচ্ছে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও কম নয়। কোভিড-১৯ মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। সংক্রমণ থেকে বাঁচতে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, অফিস-কাছারি সহ বিভিন্ন কর্মসংস্থান। দীর্ঘদিন অফিস ও কর্মসংস্থানগুলি বন্ধ থাকার কারণে কাজ হারিয়েছেন বহু মানুষ। লকডাউনের জেরে দেশের অর্থনীতিও দুর্বল হয়ে পড়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোখার অন্যতম অস্ত্র হল মাস্ক। তাই রঙবেরঙিনের নানান মাস্কে এখন মুখ ঢাকছেন সকলে। সামনেই পুজো। আর এই উৎসবে বিপরীত প্রান্তের মানুষটির নজর কাড়তে আপনার মনে হতেই পারে যে একটু অন্যরকমের কিছু যদি করা যেত। ধরুন যদি আপনার ইচ্ছা হয় আর কাপড়ের নয়, এবার পুজোয় আপনি সোনার মাস্ক পড়বেন বা এটাও ইচ্ছা হতে পারে যে সোনার উপর হিরে বসানো মাস্ক পরবেন।
So,we assigned our designers to create masks which the customer later bought. After this, we made a wide range of these masks as people will require them in coming days. Pure diamond&American diamond have been used with gold to make these masks: Owner of a jewellery shop in Surat https://t.co/efsm0HKRsB
— ANI (@ANI) July 10, 2020
আপনি ভাবছেন এইধরনের ইচ্ছা থাকলেও তা কি আর পূরণ হবে? হ্যাঁ হবে। কারণ, সুরাটের একটি গয়নার দোকানে তৈরি করা হয়েছে এমনই নজরটানা মাস্ক। হিরে বসানো সোনার তৈরি মাস্কের নাকি বেশ চাহিদাও রয়েছে। মাস্কগুলোর দাম মোটামুটি দেড় লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে, সবচেয়ে নজরকাড়া ও দামি মাস্কটির মূল্য প্রায় চার লক্ষ টাকা।
আরও পড়ুনঃ এবার থেকে ডিজিটাল মাধ্যমেও সমন পাঠাতে পারে আদালত
সুরাটের ওই গয়না ব্যবসায়ী দীপক চোকসি বলেন যে, “লকডাউন ওঠার সঙ্গে সঙ্গে এক ক্রেতা আমার দোকানে আসেন যাঁর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। তিনি এসে আমাদের বলেন বর ও কনের জন্যে অভিনব মাস্ক তৈরি করে দিতে। ওই ডিজাইনার মাস্ক পেয়ে খুব খুশি হন ক্রেতা। পরে আমরা আরো বেশি করে এই মাস্ক তৈরি শুরু করি। কারণ আগামী মাসগুলোতেও এই ধরণের মাস্কের চাহিদা থাকবে। খাঁটি হিরে এবং আমেরিকান ডায়মন্ড দুই ধরণের পাথর দিয়েই সোনার মাস্কগুলো তৈরি হয়েছে”।
আরও পড়ুনঃ করোনার বাড়বাড়ন্তে বেঙ্গালুরুতে ফের এক সপ্তাহের জন্য লকডাউন
দীপক চোকসি সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, “ইয়েলো গোল্ডের উপর আমেরিকান ডায়মন্ড দিয়ে তৈরির মাস্কগুলোর দাম পড়বে ১.৫ লক্ষ টাকা। হোয়াইট গোল্ডের উপর সত্যিকারের হিরে ব্যবহার করে তৈরি মাস্কগুলোর দাম ৪ লক্ষ টাকা”।
সম্প্রতি, পুনের এক ব্যক্তি সোনার মাস্ক পরে সবাইকে অবাক করে দেন।এই সোনার মাস্কটি সোনার মতো একটি ধাতু দিয়ে তৈরি হলেও আসলে খুবই হাল্কা একটি মাস্ক। এর মধ্যে অনেকগুলো ছোট ছোট ফুটোও আছে, যার ফলে শ্বাস নিতে কোনও সমস্যা হয় না। শঙ্কর কারাডে নামের ওই ব্যক্তির সোনার মাস্কের দাম ২ লক্ষ ৮৯ হাজার টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584