‘গোলি মারো’ স্লোগান কান্ডে চতুর্থজনকে গ্রেফতার পুলিশের, নজরদারিতে আরও ২৫

0
51

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

‘গোলি মারো’ স্লোগান কান্ডে ফের ধরপাকড় পুলিশের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় যাওয়ার সময়ে স্লোগান দেওয়ার অভিযোগে রবিবারই নিউ মার্কেট থানা থেকে গ্রেফতার করা হয় ৩ জনকে। সোমবার রাতে গ্রেফতার করা হল আরও এক বিজেপি নেতাকে।

goli maro sloganeers arrested in kolkata | newsfront.co
নিজস্ব চিত্র

নিউ মার্কেট থানা ও ঘোলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাড়ি থেকে বিজেপি নেতা তথা পানিহাটি উত্তর মন্ডলের সভাপতি সুজিত বড়ুয়াকে গ্রেফতার করে। শুধু তাই নয়, এই স্লোগান কান্ডে ২৫ জনকে চিহ্নিত করে নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

goli maro sloganeers arrested in kolkata | newsfront.co
নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে খবর, এর আগে তিন জনকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছিল। এবার ফেসবুকে আপলোড করা ভিডিও-তে ওই বিজেপি নেতার মুখে গোলি মারো স্লোগান শুনতে পায় পুলিশ। সঙ্গে সঙ্গেই যৌথ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ জ্বলন্ত বিড়ির টুকরো থেকেই আগুন জলদাপাড়ায় বলে অনুমান

রবিবার অমিত শাহের সভায় আসার সময়ে তিন বিজেপি কর্মী সুরেন্দ্রকুমার তিওয়ারি, পঙ্কজ প্রসাদ ও ধ্রুব বসুকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা রুজু হয়েছে, তার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে।

রাজনৈতিক প্রতিহিংসাবশত ভুল ধারা প্রয়োগ করা হয়েছে, এই অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ব্যাঙ্কশাল আদালতে। ধৃতদের পক্ষে দাঁড়ান ৩০ জন আইনজীবী। যদিও তার পরেও ধ্রুব বসুকে বার্ধক্যজনিত কারণে জামিন এবং বাকি ২ জনকে ২ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়।

আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবারই পাল্টা আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরের সভায় তৃণমূলনেত্রী বলেন, ‘কাল যারা স্লোগান দিয়েছে, আমার বলতেও লজ্জা করে। সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা ছেড়ে দেব না।

কারা গদ্দার, সেটা মানুষ ঠিক করবে।’ মমতার মন্তব্যকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই রাজ্যে হিংসা করলে গ্রেফতার হয় না, কিন্তু জয় শ্রীরাম বললে বা দেশের জন্য কিছু বললে গ্রেফতার হতে হয়।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here