এসবিআই গ্ৰাহকের সুখ-দুঃখের খবর

0
226

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের জন্য নিয়ে এল সুখবর এবং  দুঃখবর দুইই। একদিকে যেমন মকুব করা হল ন্যূনতম ব্যালেন্স না রাখার চার্জ তেমনি অন্যদিকে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে কমান হল সুদের হার।

এসবিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি যে বুধবারের  ন্যূনতম ব্যালেন্স না রাখার চার্জ  মকুবের  ফলে অন্তত ৪৪.৫১ কোটি সেভিংস অ্যাকাউন্ট ব্যবহারকারী গ্রাহক উপকৃত হবে।এই ন্যূনতম ব্যালান্স যেটা অ্যাকাউন্টে রাখা আবশ্যিক সেটা এলাকা অনুযায়ী একেক রকমের হয়ে থাকে। মেট্রো শহরে একরকম, শহরতলীতে একরকম ও গ্রামাঞ্চলে একরকম। এই ন্যূনতম ব্যালেন্স না রাখলে পেনাল্টি হিসাবে কাটা হয় একটা চার্জ। সেই চার্জ  বুধবার মকুব করার ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে এসএমএস চার্জও মকুব করে দেওয়া হয়েছে।

তবে সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকদের যে একটু বেশি সুদের সুবিধা ছিল সেটা কমান সহ ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে এসবিআই।এর ফলে চাকুরীজীবী ও অবসরপ্রাপ্তদের উপর প্রভাব পড়বে।

একনজরে এসবিআইএর(২ কোটি টাকার কম) স্থায়ী আমানতে (ফিক্সড ডিপোজিট) পরিবর্তিত সুদের  হার: 

.(৭- ৪৫) দিনের ফিক্সড ডিপোজিটের জন্য সুদের হার ৪%

২.(৪৬- ১৭৯) দিনের ডিপোজিটের জন্য সুদের হার ৫ %

৩.(১৮০-২১০)দিনের ডিপোজিটের জন্য সুদের হার ৫.৫০%

৪.(২১১ দিন থেকে ১ বছরের) কম সময়ের ডিপোজিটের জন্য সুদের হার ৫.৫০%

৫.(১- ২ )বছরের কম সময়ের ডিপোজিটের জন্য সুদের হার ৫.৯ %

৬.(২ -৩ ) বছরের কম সময়ের ডিপোজিটের জন্য সুদের হার ৫.৯ %

৭.(৩ – ৫ )বছরের কম সময় পর্যন্ত ডিপোজিটের জন্য সুদের হার ৫.৯ %

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here