স্পোর্টস ডেস্কঃ
আইপিএল থেকে বিদায় নিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।পয়েন্ট টেবিলের যা অবস্থা ছিল তাতে শেষ চারে যেতে হলে যেকোনো দলকে অন্তত ১৪ পয়েন্ট পেতেই হবে। কিন্তু ১৪ ম্যাচ শেষে রয়্যাল চ্যালেঞ্জার্সের পয়েন্ট দাঁড়ালো ১২ ।তাই আজ রাজস্থান রয়্যালসের কাছে হেরে বিদায় নিলো বিরাট কোহলিদের দল।১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ হলো তাদের আইপিএল ২০১৮।
আগে ব্যাটিং করতে নেমে দুই রানেই প্রথম উইকেট হারায় তারা। তবে রাহুল ত্রিপাঠির ব্যাটিংয়ে ভর করে শুরুর ধস কাটিয়ে রাজস্থান শেষপর্যন্ত ১৬৪ রান করে।সর্বোচ্চ ৮০ রান করেন রাহুল ত্রিপাঠি।
জবাবে ব্যাট করতে নেমে ৩০ রানে হেরে যায় ব্যাঙ্গালুরু। এই ম্যাচে ৫৩ রান করে দলকে জেতানোর সর্বোচ্চ চেষ্টা করেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু এ দিন কোহলি ছিলেন ব্যর্থ। মাত্র চার রান করেন তিনি।
রাজস্থানের হয়ে শ্রেয়াস গোপাল চারটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন বেন লাফলিন ও জয়দেব উনাদকাট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584