নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
টেলিকম রেগুলেটারি অফ ইন্ডিয়া(ট্রাই)-এর তরফে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাস থেকেই আমূল পরিবর্তন আসবে ডিটিএইচ পরিষেবায়। সম্ভাবনা রয়েছে দাম কমার, চ্যানেল নির্বাচনের ক্ষেত্রে ‘বোকে’ নিয়ম আসবে।
ট্রাই জানিয়ছে, “২০২০ সালের ১ মার্চ থেকে সংশোধিত নিয়ম অনুযায়ী গ্রাহকরা উপকৃত হতে পারবেন।”
আগের নিয়ম অনুযায়ী, গ্রাহককে প্রতি মাসে নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি (এনসিএফ) -এর জন্য ১০০টি চ্যানেল বাবদ ১৩০ টাকা দিতে হয়।
আরও পড়ুনঃ শহরে প্রথম ভিন্টেজ কার র্যালি অনুষ্ঠান
বেসিক ১০০টি চ্যানেলের মাসিক প্যাকের সঙ্গে আরও অন্যান্য চ্যানেল নিলে, সেগুলির নিজস্ব দাম ছাড়াও ২৫টি চ্যানেলের স্ল্যাব বাবদ আরও ২০ টাকা অতিরিক্ত এনসিএফ দিতে হবে। এভাবে যা দাম দাঁড়াবে তার সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যুক্ত হবে। আর যদি, আপনি বেসিক ১০০টি চ্যানেলই কেবল নেন, সে ক্ষেত্রে ১৩০ টাকা এবং ১৮% জিএসটি যোগ করে মোট ১৫৪ টাকা বিল হবে।
এখন, একই কেবল দিয়ে একাধিক টিভির কানেকশন নিতে গেলে এনসিএফের সর্বোচ্চ ফি ৪০ শতাংশ দিতে হবে।
আরও পড়ুনঃ ভাটপাড়া নাগালের বাইরে হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ গেরুয়া বাহিনী
এ ক্ষেত্রে কেবল অপারেটর এবং ডিটিএইচ সংস্থাগুলিকে দীর্ঘমেয়াদী সাবস্ক্রিপশনে ছাড় দেওয়া হবে, যা ছয় মাস বা তার বেশি সময়কালের জন্য থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584