নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিগত ৮ বছরের মধ্যে এই প্রথমবার ক্রোম ব্রাউজারের লোগো পরিবর্তন করলো গুগল। গুগলের বর্তমান ব্র্যান্ডের যে লোগো ক্রোম ব্রাউজারের লোগোও অনেকটা সেই রকমেরই করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার ডিজাইনার এলভিন হু। তিনি জানিয়েছেন তেমন বড়সড় চোখে পড়ার মত পরিবর্তন নয় তবে লক্ষ্য করলে বোঝা যাবে মাঝের নীল বৃত্তটি কিছুটা বড়, আগের থেকে অনেক উজ্জ্বল এবং কোন শ্যাডো নেই।

আচমকা কোন ব্র্যান্ডের আইকন পালটে দেওয়া খুব একটা সহজ কাজ নয় কোন সংস্থার পক্ষেই। ২০১৬ সালে উবার তাদের ‘U’ লোগো সরিয়ে দেয়; ইন্সটাগ্রাম তাদের পুরোনো লোগোর চৌকোনা লোগোর পরিবর্তে নতুন দ্বিমাত্রিক আইকন নিয়ে আসে, এগুলিতে যত না বিতর্ক লোগো নিয়ে হয় তার চাইতে ঢের বেশী বিরক্ত হন ব্যবহারকারীরা। কারণ নতুন আইকনে যতক্ষণ না তাঁরা পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠছেন ততক্ষণ অ্যাপ-টি নিজের ফোনে খুঁজে পেতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় তাঁদের।
Some of you might have noticed a new icon in Chrome’s Canary update today. Yes! we’re refreshing Chrome’s brand icons for the first time in 8 years. The new icons will start to appear across your devices soon. pic.twitter.com/aaaRRzFLI1
— Elvin 🌈 (@elvin_not_11) February 4, 2022
তবে গুগল ক্রোমের ক্ষেত্রে তা হচ্ছে না। এতই সামান্য পরিবর্তন তা হয়ত চোখেই পড়বে না ব্যাবহারকারীদের। ক্রোমের নতুন ক্যানারি টেস্ট ভার্সান আগামী সপ্তাহ থেকে দেখা যাবে ডেভেলপার, বিটা ও মূল্ধারার ব্যবহারকারীদের ডিভাইসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584