মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
আজ ১৫ অগাস্ট, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। তেরঙ্গায় সেজেছে গোটা দেশ। নিজেদের মতো করে স্বাধীনতা দিবস উদযাপন করছে দেশবাসী। এদিকে, স্বাধীন ভারতের নিত্যদিনের সঙ্গী গুগলও এদিন সেজেছে নয়া রূপে।
আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের নামোজ্জ্বল করা ব্যক্তিদের তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছেন সুন্দর পিচাই। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আজকের দিনের বিশেষ গুগল ডুডল। ‘বিবিধের মাঝে দেখো মিলন মহান’, এই ছিল আজকের গুগল ডুডলের থিম।
Happy 75th Independence Day, India! Wishing everyone a safe and happy celebration:)
Many thanks to our guest artist Sayan Mukherjee for this year's beautiful doodle! https://t.co/7ChmC9F4JF pic.twitter.com/l15FGLDL62— Sundar Pichai (@sundarpichai) August 14, 2021
আরও পড়ুনঃ দেশের সৈনিক স্কুলগুলিতে পড়তে পারবেন মেয়েরাও, ঘোষণা প্রধানমন্ত্রীর
১৫ অগাস্ট ভোর থেকেই গুগল ডুডলে দেখা যাচ্ছে দেশের নানা প্রদেশের সংস্কৃতির সমার্থক নানা অঞ্চলের নাচের ছবি। সেই গুগল ডুডলের ছবিই শেয়ার করেই ‘বিবিধের মাঝে মহামিলনের বার্তা’ দিতে চাইলেন গুগল কর্তা। এই অভিনব গুগল ডুডলের ছবি সমেত টুইট করলেন সুন্দর পিচাই। এই কাজের জন্য ধন্যবাদও জানালেন অভিনব গুগল ডুডল স্রষ্টা শায়ন মুখোপাধ্যায়কে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584