টাঙ্গি নিয়ে আশাবাদী গুগল

0
36

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

অ্যাপের বাজারে নতুন ভিডিও অ্যাপ লঞ্চ করল ডিআইওয়াই ভিডিও অন্যান্য ভিডিওর জন্য লঞ্চ করল টাঙ্গি।গুগলের নিজস্ব এরিয়া–১২০, এই প্রোডাক্ট বানিয়েছে।

tangi | newsfront.co
চিত্র সৌজন্যঃ গেজেট ৩৬০

আপাতত ওয়েব ও আইওএস উপভোক্তারা টাঙ্গি ব্যবহার করতে পারবেন। বেশ কয়েক বছর ধরে সেল্ফ মেড ভিডিওর বাজারে টিকটক সারা ফেলে দিয়েছে অনেকটাই। তার প্রতিযোগি হয়েই বাজারে আসছে এবার টাঙ্গি।

একটি জাতীয় গণমাধ্যমের প্রযুক্তি পাতা থেকে জানা গেছে, গুগল জানিয়েছে, “আমরা শুধুই ডিআইওয়াই ও সৃজনশীল কনটেন্টে নজর দিচ্ছি। এক মিনিটের ভিডিও দেখে নৈপুণ্য, রান্না ও নতুন জিনিস তৈরি শেখানোই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য। ইতিমধ্যেই আমরা সব ধরনের ভিডিওর জন্য বিভিন্ন ক্রিয়েটারের সঙ্গে কাজ করা শুরু করেছি।”

আরও পড়ুনঃ টাটা মোটরস্ নিয়ে এল আধুনিক-সৌন্দর্যে মোড়া ‘অল্ট্রোজ’

এমনকী নির্মাতাদের সাথে দর্শকদের যোগাযোগ স্থাপনের জন্যও একটি বিশেষ বিভাগ থাকছে টাঙ্গিতে।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া ফটো শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রামে ‘রিল’ নামে একটি এক্সটেনশন সংযোজিত হয়েছিল, যা থেকে ১৫ সেকেন্ডের মধ্যে ভিডিও বানিয়ে স্টোরিতে শেয়ার করা যায়। টাঙ্গি এখন কিরকম সাড়া ফেলে সেই আশাতেই অপেক্ষারত গুগল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here