ফ্রি’ র দিন শেষ, গুগল মিটে দীর্ঘক্ষণের মিটিংয়ে গুণতে হবে টাকা

0
186

নিজস্ব সংবাদদাতা,ওয়েব ডেস্কঃ

আর ফ্রি নয়। এবার থেকে ফেলো কড়ি মাখো তেল। ‘গুগল মিট’ প্ল্যাটফর্মে টানা এক ঘন্টার বেশি অনলাইন মিটিং বা ভিডিও কনফারেন্স করতে গেলেই এবার থেকে দিতে হবে টাকা। আগামী ১ অক্টোবর থেকে এই নয়া নিয়ম চালু করছে মার্কিন তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগল।

Google meet | newsfront.co
প্রতীকী চিত্র

এই মুহূর্তে সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে দেশ। করোনা সংক্রমণ এড়াতে অধিকাংশ মানুষই স্বেচ্ছায় গৃহবন্দি হয়েছেন। এমন কঠিন সময়ে গুগল মিট অ্যাপ বা ওয়েবসাইটে ঘন্টার পর ঘন্টা চ্যাটিং বা মিটিং করতে কোনোরকম চার্জ লাগছিল না।

আরও পড়ুনঃ চেকে টাকা লেনদেনের ক্ষেত্রে চালু হচ্ছে ‘পজিটিভ পে সিস্টেম’

গত এপ্রিল মাসেই গুগল জানিয়েছিল, এই অ্যাপের মাধ্যমে ফ্রিতে ৬০ মিনিট পর্যন্ত মিটিং করা যাবে। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চালু হতেই সকলের জন্য এই সুবিধা এনে দিয়েছিল গুগল।

আরও পড়ুনঃ আরও ১৬০০ সুস্বাস্থ্য কেন্দ্র হবে পশ্চিমবঙ্গে

তখনই তারা বলেছিল, সেপ্টেম্বর পর্যন্ত এই অ্যাপ ফ্রিতে ব্যবহারের ক্ষেত্রে কোনও সময়সীমা থাকবে না। গুগল অ্যাকাউন্ট রয়েছে, এমন যে কোনও ব্যক্তি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। কিন্তু এবার থেকে এই অ্যাপে টাকা দিয়ে দীর্ঘ সময়ে চ্যাটিং বা মিটিং করতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here